সেগুন ও গামারী গাছের কাঠ অবৈধভাবে পাচারকালে জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
আজ শনিবার (৫ ফেব্রুয়ারী) অভিযান চালিয়ে গাড়ির মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন হাটহাজারী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শাহিদুল আলম। পরে ‘নিয়মিত মামলা দায়েরের জন্য কাঠগুলো বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে’ বলে জানিয়েছেন তিনি।