সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে শ্রীপুর ইউসিসিএ লি: সভাপতি আমির হামজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিআরডিবি গাজীপুর উপপরিচালক এএসএম সোলায়মান, উপজেলা চেয়ারম্যান অ্যাড. সামসুল আলম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) উজ্জল কুমার হালদার,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, সমবায় কর্মকর্তা উৎপল কুমার মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কেন্দ্রীয় সমবায় সমিতির সচিব আরিফা আক্তার, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, কাওরাই ইউপি চেয়ারম্যান এডঃ আজিজুল হক,গাজীপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল হক মাদবর, রাজাবাড়ী ইউপি চেয়ারম্যান মোছাঃ হাসিনা মমতাজ,এবং উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন।