মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শ্রীপুর উপজেলা শ্রীকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ড.ওহিদুর রহমান টিপু।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মো. সালাউদ্দিন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্যা, সহ-সভাপতি শফিকুজ্জামান রিপন, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদশা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী নুর মোল্লার সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহিম সর্দ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শফিউল্লাহ কর্নেল, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্লাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে সন্ধ্যা রাতে সোহেল রানা জনিকে সভাপতি ও সুমন আলীকে সাধারণ সম্পাদক ও ইকবাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছরের জন্য ১৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।