1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে দুলাভাই এর পরকীয়ায় শালী কুমারী মাতার সন্তান ছিল ডাস্টবিনে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ 

লালমনিরহাটে দুলাভাই এর পরকীয়ায় শালী কুমারী মাতার সন্তান ছিল ডাস্টবিনে

লাভলু শেখ, লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৯৪ বার

লালমনিরহাটে ময়লার স্তূপ থেকে উদ্ধার হওয়া সেই শিশুটির অবশেষে পরিচয় মিলেছে। জানা গেছে, দুলা ভাইয়ের সাথে পরকীয়ার ফলে শালী কুমারী মাতা একটি সন্তান জম্ম দিলে লোক সমাজের মানুষের কাছে ঢাকতে শিশুটির মা শিশুটিকে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছিল।

শিশুটিকে নিয়ে লোমহর্ষক ঘটনা ঘটে গেল লালমনিরহাটে। এ যেন আইয়ামে জাহেলি যুগের চিত্র ফুটে উঠেছে সকলের সামনে। আজকের সমাজে শালী কি আপন বোনের স্বামী অর্থাৎ দুলা ভাই এর কাছে নিরাপদ? সেই প্রশ্নটাও যেন সবার মাঝে আটকে যাচ্ছে।

অবশেষে পুলিশের মাধ্যমে মূল ঘটনা বেড়িয়ে আসছে। গত ১৪ ফেব্রুয়ারি ময়লার স্তূপ থেকে এক নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছিল লালমনিরহাট সদর থানার পুলিশ। তার পর থেকে মহিলা পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিশুটি। এদিকে অনেকেই শিশুটিকে দত্তক নিতে এগিয়ে আসে । আদালত কাউকে না দিয়ে রাজশাহী জেলার শিশুমনি নিবাসে প্রেরণের নির্দেশ দেন। আদালতের আদেশের পর গত ২৩ ফেব্রুয়ারি লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার মাধ্যমে রাজশাহী জেলার শিশুমনি নিবাসে প্রেরণ করা হয়। প্রেরণের একদিন পর ২৪ ফেব্রুয়ারি মিলে যায় শিশুটির আসল পরিচয়।

লালমনিরহাট সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি দিনে লালমনিরহাট পৌরসভার খাদ্য গুদামের সামনে ময়লা স্তূপ থেকে এক দিন বয়সি একটি কন্যা শিশুকে উদ্ধার হওয়া করা হয়। সেদিন থেকেই বিভিন্ন ভাবে আসল ঘটনা সামনে আনতে কাজ করে যাচ্ছে পুলিশ। বিশেষ ডিভাইস ব্যবহার করে সবকিছু নিশ্চিত হওয়ার পর লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার নির্দেশনা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামানের সহযোগিতায় লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলমের ব্যবস্থাপনায়, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওসি তদন্ত শহিদুর ইসলাম লালমনিরহাট শহরের সাহেব পাড়া এলাকায় দুলালের স্ত্রী (৪০) ও মেয়ে (১৭) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসলে সেখান থেকেই রহস্যের জট খুলে যায়। পরে দিনাজপুর জেলার পার্বতিপুরের নয়ারহাট এলাকার মৃত্য কোরবান আলীর ছেলে জয়নুল সরকার (৩৪) কৌশলে লালমনিরহাট নিয়ে এসে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, উক্ত কুমারীর আপন বড় বোনের স্বামী জয়নুল সরকার। শালী ও দুলাভাইয়ের পরকীয়ার কারনে গত মে মাসে ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত হয় বলে উভয়ে স্বীকার করেছেন।

এদিকে লালমনিরহাট সদর হাসপাতালের একটি সূত্র থেকে জানা যায়, দুলাল হোসেন উক্ত ১৭বছর বয়সী কুমারীকে গত ১৪ ফেব্রুয়ারি রাত ১২টা ৫০মিনিটে প্রচুর পেট ব্যাথা নিয়ে ভর্তি করান। দুলাল তার মেয়ের কাছে স্ত্রীকে রেখে রাতে বাড়িতে চলে যায়। তার এ্যাবান্ডি সাইটের ব্যাথা ভেবে রাতেই তাকে সেলাইন দেয় চিকিৎসকরা। চিকিৎসা অবস্থায় রাত ২টার দিকে বাথরুমের চাপ দিলে সে বাথরুমে গেলে সেখানে সন্তানটির জম্ম হয়। পরে তার মাসহ ভোরের দিকে হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে গিয়ে শিশুটিকে ডাস্টবিনে ফেলে চলে যায়।
এ ঘটনায় জয়নুল সরকার, কুমারী ও তার মাকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম