1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীর বহুল আলোচিত জুয়েল হত্যা কান্ডের আদালতে অভিযোগপএ দাখিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দুর্গন্ধময় নোংরা আবর্জনা পরিষ্কার করছেন কিছু পরিচ্ছন্নতাকর্মী। পরিবেশ প্রতিবেশ রক্ষায় অনুকরণীয় একটি গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন দেরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি —মির্জা ফখরুল বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এস. আলম ইসরাৎ শরপুরে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্য সহ গ্রেফতার-১ চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত  গোদাগাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস ও হাঁসের উপকরণ বিতরন ৯০ দিনের মধ্যে বিচার করে রায় কার্যকর করতে হবে– মাগুরায় আলোচিত আছিয়া খাতুনের দোয়া মাহফিলে আমীরে জামায়াত মাগুরায় জেলা প্রসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৈয়দপুরে ব্যবসায়ীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীর বহুল আলোচিত জুয়েল হত্যা কান্ডের আদালতে অভিযোগপএ দাখিল

লাভলু শেখ,স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৩ বার

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীর বহুল আলোচিত জুয়েল হত্যা কান্ডের তদন্ত শেষে ১৩৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপএ দাখিল করেছে লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ওসি মোঃ আমিরুল ইসলাম তিনি জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতের নিয়ন্ত্রণাধীন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই অভিযোগ দাখিল করা হয়েছে। যার অভিযোগপএ নং১৬৩ তাং৩১/১০/২০২০ ইং। পাটগ্রাম থানার মামলা নং ১৬ তাং৩১/১০/২০২০ ইং।

জুয়েল হত্যা কান্ডের ঘটনায় তার ঘনিষ্ট স্বজন রংপুর জেলার পীরগন্জ উপজেলার জামালপুর (লালদিঘি মেলা) এলাকার আলহাজ্ব মোঃ শাহানুর মিয়ার ছেলে সাইফুল আলম বাদী হয়ে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইসলামপুর এলাকার মৃত হাবু মিয়ার ছেলে মোঃ আবুল হোসেন ওরফে হোসেন আলী, (৪৫) বুড়িমারী জামেমসজিদের খাদেম পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকার মৃত জাহার উদ্দিনের ছেলে মোঃ জোবেদ আলী(৬১) ও পাটগ্রাম উপজেলার আমবাড়ি বুড়িমারী এলাকার মৃত করিম উদ্দিনের ছেলে মোঃ আঃ হাবিব (৩৬)সহ এবং ৪০ জনকে এজাহার নামীয়সহ অজ্ঞাত শতাধিক আসামী দেখিয়ে ওই ব্যক্তি মামলা দায়ের করছিল।

যে মামলাটি একাধিক তদন্ত করে লালমনিরহাট ডিবি পুলিশ সম্প্রতি আদালতে অভিযোগপএ দাখিল করেছেন। বুধবার ডিবি পুলিশের ওসি মোঃ আমিরুল ইসলাম এ ঘটনার সতত্য নিশ্চিত করেছেন। এদিকে ওই দিন পাটগ্রাম থানা পুলিশের উপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাংচুর করার ঘটনায় পৃথক পৃথক আরও ২ টি মামলা দায়ের করেন পুলিশ যার তদন্ত প্রতিবেদনও খুব শীঘ্রই আদালতে দাখিল করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে। যেহেতু জুয়েল হত্যা কান্ড বাংলাদেশের একটি বহুল আলোচিত ঘটনা সে জন্য পুলিশ একাধিক তদন্ত শেষে ১৩৭ জন আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। এ মামলায় মোট ৫১ জন গ্রেফতার হয়েছিল এর মধ্যে কয়েক জন হাই কোট থেকে জামিনে রয়েছে।

উল্লেখ্য যে, ২০২০ সালের ২৯ অক্টোবর জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারীতে পবিত্র কোরআন শরীফ অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মোঃ শহীদুন্নবী জুয়েল নামে রংপুরের শালবন এলাকার এক ব্যক্তিকে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার ঘটনায় পাটগ্রাম থানায় পৃথক ৩টি মামলা রুজু করা হয়। এ ৩টি মামলায় সর্বমোট স্থানীয় ১শত ১৪জনকে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাত শত শত ব্যক্তিকে আসামি করা হয়। এখন পর্যন্ত মোট ৫১জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে লালমনিরহাট ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম