বাগেরহাট জেলার শরণখোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় কোভিট-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে (রোববার) রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুল ইসলাম টিপু,রূপান্তরের জেলা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মিরু,উপজেলা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান প্রমূখ।
করােনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগােষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ SCREAM প্রকল্পের আওতায় মাসব্যাপী শরণখোলা উপজেলায় এ ক্যাম্পেইন চলছে।ক্যাম্পেইনে টীকা রেজিষ্ট্রেশন বাদেও টীকা সনদ সরবরাহ,মাক্স ও লিফলেট বিতরণ করা হচ্ছে। সাধারণ মানুষ আগ্রহের সাথে এ কর্মসূচিতে অংশ গ্রহণ করছেন।
রূপান্তরের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু জানান, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের
আয়োজনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় খুলনা জেলা এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা ও মোংলা পৌরসভা এবং বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নে এ প্রোগ্রাম মাস ব্যাপি চলমান থাকবে।