1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে জালিয়াতি করে বৃদ্ধা মায়ের জমি দখলের পাঁয়তারা! ন্যায় বিচারের আশায় তাছলিমা- আবুল দম্পতি ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ২ কারারক্ষী সাময়িক বরখাস্ত ! পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার নকলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, হত্যার চেষ্টা এক শ্রেনীর লোক আছে তাদের দেখতে বাংলাদেশী মনে হলেও তার মূলত ভিন্ন দেশী, ষড়যন্ত্রকারী — আমিনুল হক থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড

শ্রীপুরে জালিয়াতি করে বৃদ্ধা মায়ের জমি দখলের পাঁয়তারা! ন্যায় বিচারের আশায় তাছলিমা- আবুল দম্পতি !

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৭ বার

গাজীপুরের শ্রীপুর উপজেলা বৈরাগীরচালা গ্রামের মৃত ইদ্রিস আলী শেখের স্ত্রী আছিয়া খাতুন (৯০) এর মালিকানা সম্পত্তি গর্ভজাত সন্তান মজিবুর রহমান দখল নিতে জালিয়াতি করে দলিল সৃজন করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে জানা যায, শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড, বৈরাগীর চালা গ্রামের জোহর আলী শেখ ৪৩ নং শ্রীপুর মৌজাধী এসএ ৫৭, ১৫৭, ৮২০, ৮৫৯ আর এস ৬১৭, ৬১৮, ৬১৯, ৬২০, ৬২১ ও ৬২২ নং খতিয়ানে ১২ একর ৫০ শতাংশ সম্পত্তির রেকর্ডীয় মালিক। জোহর আলী শেখ ২ ছেলে মোঃ ইদ্রিস আলী, মোঃ ইউনুস ও ১ মেয়ে হুরেছা বেগমে ওয়ারিশ রেখে যান। ইদ্রিস আলী শেখ পৈত্রিক সূত্রে সম্পত্তির মালিক ছাড়া এসএ ৫৩ আর এস ৪১৩ খতিয়ানে ৩ একর ২৭ শতাংশের একক মালিক। ইদ্রিস আলী শেখ জীবিত থাকাকালীন তার স্ত্রী আছিয়া খাতুনের নিকট হতে ১৫/০৩/১৯৭৯ ইং তারিখে ২২৬৩ নং এবং ২৮/০৮/২০০৯ ইং তারিখে ৯৪৬৩ নং পৃথক দুটি হেবার ঘোষনাপত্র দলিলমুলে ১ একর ৪০ শতাংশ সম্পত্তি ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন।

অপরদিকে ইদ্রিস আলী শেখ তার রেকর্ডীয় সম্পত্তি ১৬/০৩/২০০৫ ইং তারিখে ২২৬৩ নং এবং১৮/০৮/২০০৯ ইং তারিখ ৯৪৬৩ নং হেবার ঘোষনাপত্র পৃথক দুইটি দলিলে ৩৫ শতাংশ করে মোট ৭০ শতাংশ এবং ২৫/০২/২০১৬ ইং তারিখে ২৯৭৭ নং অপর একটি হেবা ঘোষনাপত্র দলিলে ৪৮ শতাংশসহ মোট ১ একর ১৮ শতাং সম্পত্তি তার কন্য মোছাঃ তাছলিমা খাতুনের নিকট ভিন্ন ভিন্ন সাব – কাবলা দলিলের এবং স্হানীয় নুরুদ্দিনের নিকট ২০ শতাংশ এবং পাওয়ার কম্পানীর মালিক মামুনের নিকট প্রায় ৫০ শংতাশ সম্পত্তি বিক্রি করেন।

মোছাঃ আছিয়া খাতুন দলিল মুলে ১একর ৪০ শতাংশ এবং ২০/০১/১৯৬৯ ইং তারিখে ৭৪৪ নং দলিলে এস এ ৫৭ আর এস ৬২২ নং খতিয়ান এস এ ১৮৯৩ আর এস ৯২৫২ নং দাগে স্হানীয় মোঃ হাবিবুর রহমানের নিকট হতে ২১ শতাংশ সম্পত্তি ক্রয়সূত্র সহ মোট ১ একর ৬১ শতাংশ সম্পত্তির মালিক হন।
উক্ত মোছাঃ আছিয়া খাতুন ৩১/০৩/২০২১ ইং তারিখে ৪৯৫১ নং হেবার ঘোষনাপত্র দলিলে ক্রয়কৃত সম্পত্তি একই দলিলে তার কন্যাদ্বয় যথাক্রমে মোছাঃ তাছলিমা খাতুনের নিকট ৪৯ শতাংশ এবং মোছাঃ নুরেছা বেগমের নিকট ০৭ শতাংশসহ মোট ৫৬ শতাংশ এবং
২৫/০২/২০১৬ ইং তারিখে ২৯৭৬ নং হেবার ঘোষনাপত্র দলিলের মাধ্যমে তার নাতীন মোঃ হুমায়ন কবিরের নিকট ৩৫ শতাংশ সম্পত্তি বিক্রি করেন।
মোছাঃ তাছলিমা খাতুন, ম্বামী- আবুল হোসেননের আলাদা আলাদা দলিলের ক্রয়কৃত বৈধ সম্পত্তি ১ একর ৬৭ শতাংশ।

সরেজমিনে স্হানীয়দের সাথে কথা বলে জানা যায়,মৃত ইদ্রিস আলী শেখের ১০ সন্তানের মধ্যে মোঃ মজিবুর রহমান ৫ম।মজিবুরেন কুট কৌসলি আর বহুবিয়ে মজিবুর নামে পরিচিত। মজিবুরের শিক্ষা না থাকলেও যুবক বয়সে এলাকার মাতাব্বরদের সাথে ছিল সখ্যতা।মাতাব্বরদের ভালো গুনাবলী রপ্ত করতে না পারলেও কুটকৌসল এবং অসৎ গুনগুলী ধরে রেখেছেন। মজিবুর যৌবনকালে ছিলেন দুষ্ট প্রকৃতির।তার অত্যাচারে পিতা- মাতা, ভাই বোন অতিষ্ট থাকতেন।ইদ্রিস আলী শেখ ১০ টি সন্তান নিয়ে অভাবের দিন যাচ্ছিল অপবদিকে ছিল মজিবুরের অত্যাচার।সংসারের আয় রোজগার একমাত্র ইদ্রিস আলী করতেন। অভাব অনটন আর অত্যাচারে পরিবারটি হযে উঠেছিল দিশহারা। মা- বাবা, ভাই বোনদের কথা চিন্তা করে ইদ্রিস আলী শেখের ছোট মেয়ে মোছাঃ তাছলিমা খাতুন ১৯৯৯ ইং সনে দুবাই চলে যান। তাছলিমার কঠোর পরিশ্রমে ইদ্রিস আলীর সুখের মুখ দেখতে লাগরেন,আর তার স্বস্তি ফিরে আসতে শুরু করে।তাছলিমা মা- বাবার ভরন পোষনসহ যাবতীয় দেখবাল করতে থাকেন। ইদ্রিস আলী টাকার প্রয়োজনে সম্পত্তি বিক্রি করতে চাইলে তাছলিমা সম্পত্তি বিক্রি করতে দেননি।

সব প্রয়োজন সে একাই বহন করেন।পরবর্তিতে ইদ্রিস আলী এবং আছিয়া খাতুন মেয়ের ভবিষৎ চিন্তা করে তাদের রেকর্ডী ও ক্রয়কৃত সম্পত্তি হতে পর্যায়ক্রমে একাধিক দলিলের ইদ্রিস আলী ১ একর ১৮ শতাংম আছিয়া ৪৯ শতাংশ তাছলিমাকে মোট ১ একর ৬৭ শতাংশ সম্পতি,আছিয়া মেয়ে নুরেছা এবং নাতী হুমায়ন কবিরকে আলাদা দলিলে ৪২ শতাংশ সম্পত্তি লিখে দেন। উক্ত মজিবুর মা- বাবার নামে থাকা মালিকানাধীন বিক্রিত সম্পত্তি দলিলমুলে ক্রয়কৃত সম্পত্তির মালিকদের হয়রানী করতে এবং সম্পত্তি দখলের চেষ্ঠায় নানান ভূয়া ও জালিয়াতি করে দীর্ঘদিন তাছলিমা- আবুল দম্পতিকে হয়রানি করে আসছে। মজিবুর বিগত ২০/০২/২০১৭ ইং তারিখে পৈত্রিক সম্পত্তি দাবি করে তাছলিমার বিরুদ্ধে ৯ ভাই বোনের ও মার স্বাক্ষর জালিয়াতি করে সম্পত্তি দখলে নিতে মিথ্যা মোকদ্দমা বিঙ্গ যুগ্ন জেলা জজ আদালতে গাজীপুরে দেঃ মোঃ নং ৪৭/২০১৭ দায়ের করেন। জবাবে ৯ ভাই বোন ও মা আদালতে স্বশরিরে উপস্হিত হয়ে স্বাক্ষর জাল করে মিথ্যা মামলা দাযের করা হয়েছে মর্মে আদালতে নিজ নিজ নাম ও স্বাক্ষ জমা দিলে ওই মামলাটি খারিজ করে দেন। মামলায ব্যর্থ হয়ে মজিবুর জোর করে সম্পত্তি দখলের নতুন এক ফন্দি করে আপন ভাতিজা মোঃ হুমায়ন কবিরের সম্পত্তি রাতের আধারে ছাপড়া তুলে বেআইনি ভাবে দখলের চেশ্ঠা করলে হুমায়ন কবির আইনি এবং সামাজিক সমাধা পেতে ১৩/১১/ ২০২০ ইং তারিখে গ্রাম্য সালিস ডাকেন। উক্ত সালিসে মজিবুর রহমান ০৪/০১/১৯৭১ ইং তারিখে মানিকগন্জের হরিরামপুর সাব -রেজিস্ট্র অফিসে রেজিষ্ট্রকৃত পৃথক ২ টি দলিল যার নং ১২৬ ও ১২৭ মুলে সম্পত্তির মালিক বলে দাবি করেন। ( ১৯৭১ সালে মুক্তিযোদ্ধের সময় হরিরামপুর সা- রেজিষ্ট্রি অফিসটি পাক বাহিনী আগুনে জালিযে দিলে ওই সময়কার সকল কাগজপত্র পুড়ে যায)। মজিবুর জানান এ দুটি দলিলে ইদ্রিস আলী শেখের এসএ ৫৩ আর এস ৪১৩ নং খতিয়ানের রেকর্ডীয় সম্পুর্ন সম্পত্তি তাকে লিখে দিয়ে গেছেন বলেও দাবি করেন। উপস্হিত সকলেই দলিলটি সৃজন করা হয়েছে বলে তাকে সতর্ক করেন এবং সৃজিত দলিল দিয়ে ঝামেলা না করতে বারন করেন।মজিবুর সালিসের কথা উপেক্ষা করে একেরপর এক মিথ্যা অভিযোগ দিয়ে নিরীহ তাছলিমা- আবুল দম্পত্তি সহ অন্যান্য বৈধ মালিকদেরকে আর্থীক ক্ষতিগ্রস্হ করে আসছে। মিথ্যা মামলা দিয়ে হযরানী এবং জান মালের ক্ষতিগ্রস্হ করবে বলে হুমকি অব্যাহত রেখেছে বলে জানা যায।

তাছলিমা খাতুন জানান, জীবনের মায়া ত্যাগ করে নিজের ভবিষতের কথা না ভেবে মা- বাবর কথা চিন্তা করে তাদের শেষ বয়সে একটু সুখের আশায় এবং সংসারের অভাব অনটন সহ্য করতে না পেরে আমি ১৯৯৯ সালে দুবাই চলে যাই এবং ২০১২ সালে দেশে ফিরে আসি। ২০০৫ সালে আমি বিয়ে করি। আমার সংসারে স্বামী ১ মেয়ে ১ ছেলে ও ৯০ বছরের বৃদ্ধা মা রয়েছে। তিনি বলেন সম্পত্তিই আমার জন্য কাল। মা- বাবা তার সন্তানের অধিকার থেকে বন্চিত না রাখতে হয়তো আমার নামে কিছু পরিমান সম্পত্তি লিখে দিয়েছেন। এছাড়া মা আমার অন্য বোন এবং তার নাতীকেও সম্পত্তি লিখে দিযেছেন। মজিবুর আমার ভাই সে বার বার আমাকে সম্পত্তি চাষাবাদ এবং অন্যান্য অবকাঠামে উন্নয়নে বাধা দিয়ে আসছে। মিধ্যা বানোয়াট অভিযোগ দিয়ে আমাকে আর্থীকভাবে অনেক ক্ষতি করে আসছে সে আমার সহজ সরল স্বামী কে প্রাননাশের হুমকি দিয়ে আসছে। আমি ন্যায় বিচারের আশায় আইন আদালত ও গন্যমান্যদের দ্বরস্হ হয়েও কোন সুরাহা পাচ্ছিনা। তার সন্ত্রাসী কর্মকান্ডে মিথ্যা মামলা দিয়ে হযরানী করার ভয়ে আমি বৃদ্ধা মা, স্বামীসন্তান নিয়ে আতংকে দিন পার করছি।
এব্যাপারে মুঠোফোনে মজিবুরকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম