কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ মার্চ) গভীর রাতে মির্জাপুর ইউনিয়নের প্যারালাল খাল সংলগ্ন এলাকায় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহিদুল আলম অভিযান চালানোকালে ১লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
এসময় তিনি ২ টি ড্রাম ট্রাক ও মাটি কর্তনের এক্সেভেটরটির ব্যাটারি জব্দ করেন। এক্সেভেটরটি মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেনের জিম্মায় রয়েছে।’ বলে জানান ইউএনও শাহিদুল।