1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী কেরানীঘোনায় মাঠের পলিথিন কেটে দিয়ে লবণ লুটের অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন কবিতা ! বুখারী শরীফ খতম এবং প্রচার বিদআত নয়: মুফতি কুতুব উদ্দিন নানুপুরী ঠাকুরগাঁওয়ে নদ – নদী দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ! চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী নবীনগরে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

খুটাখালী কেরানীঘোনায় মাঠের পলিথিন কেটে দিয়ে লবণ লুটের অভিযোগ!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৭৩ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে রাতের অাধারে মাঠের পলিথিন কেটে দিয়ে প্রায় ৪শ মন লবণ, পলিথিন ও সেলু মেশিন লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি-জমা সক্রান্ত বিরোধের জের ধরে এমনতর ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

যে সময়ে লবণের মূল্যে, দাদন ব্যবসায়িদের টাকা শোধ করার জন্য লবণ উৎপাদনে যুদ্ধ নেমেছে চাষীরা। এমনতর সময়ে মাঠের পলিথিন কেটে দিয়ে লবণ লুট করেছে প্রতিপক্ষের লোকজন। এতে ঐ লবণ চাষীর অনুমানিক ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী খুটাখালী ইউনিয়নের সাবেক বাসিন্দা বর্তমান ঈদগাঁও উপজেলার ইসলামপুর জওন্নাকাটা গ্রামের মোহাম্মদ হোছনের পুত্র জয়নাল আবেদীন।

বুধবার (২৩ মার্চ) মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি মৌজার কেরানিঘোনাস্থ মোহাম্মদ হোসনের মালিকানাধিন লবণ মাঠে।

লবণ মাঠের চাষা মোঃ ছলিম, বশির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের অন্ধকারে প্রায় সাড়ে ৬কানি মাঠের পলিথিন কেটে লবণ উৎপাদন ব্যাহত করেছে দুর্বৃত্তরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঔ ঘোনার জমির মালিক মোহাম্মদ হোসনের প্রায় সাড়ে ৬ কানি লবণ মাঠের চাষা হিসাবে রয়েছে স্থানীয় মোঃ ছলিম ও বশির আহমদ। চলতি মৌসুমে তারা ওই মাঠগুলোতে লবণ চাষ করে আসছেন। ঘটনার আগের দিন রাত বারটার সময় বৃষ্টির আভাস পেয়ে তারা মাঠের কাজ শেষ করে বাসায় ফিরে যান।

বুধবার সকালে এসে দেখতে পান একদল দুর্বৃত্ত সাড়ে ৬ কানি লবণ মাঠের সম্পুর্ন পলিথিন কেটে ‘অর্ধ ফুটন্ত’ লবণ নষ্ট করে ফেলে এবং প্রায় ৪ শ মন লবণ, পলিথিন ও মেশিন লুট করে নিয়ে গেছে। তারা এ অবস্থা দেখে হতবিহব্বল হয়ে জমির মালিককে খবর দেন। খবর পেয়ে দ্রুত লবণ মাঠে যান জমির মালিক মোহাম্মদ হোসনের পুত্র জয়নাল আবেদীন।

তিনি বলেন, তার সাথে কারো শত্রূতা নেই। তবে স্থানীয় আকতার মেম্বার, আজিম, গিয়াস উদ্দীন ও আবুল হাসিমের সাথে দীর্ঘ ১২ বার বছর ধরে এ জমির বিরোধ চলে আসছিল। থানা-আদালতে মামলা করার পর গেল মৌসুম থেকে লবণ মাঠ আমাদের দখলে রয়েছে। চলতি মৌসুমে লবণ উৎপাদন কার্যক্রম শুরু করা হলে আকতার গং ক্ষুব্ধ হয়ে নানাভাবে ক্ষতি করে হুমকি অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে কেরানিঘোনায় আমার সাড়ে ৬ কানি লবণ মাঠের পলিথিন কেটে ব্যাপক ক্ষতি করেছে। লুট করে নিয়ে গেছে লবণ,পলিথিন ও মেশিন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধিন বলে জানান তিনি।

এ ঘটনায় অভিযুক্ত কারো বক্তব্য পাওয়া যায়নি, পেলে পরবর্তীতে গুরুত্বসহকারে ছাপানো হবে।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, এ বিষয়ে কেউ অবগত করেনি। অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম