অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। রোবার (১৩ মার্চ) সন্ধ্যা ও রাতে থানা পুলিশ পৃথক দুই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পৃথক এ অভিযানে ১৬ হাজার ৫০ পিস ইয়াবাসহ ঢাকার আশকোনা, গাওয়াইর মৃত মুন্তা মিয়া ও আমিরুন্নেছার পুত্র আইয়ুব আলী (৩০)। অপরদিকে, ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বাঁশখালী পৌরসভার উত্তর জলদী তেলিপাড়া এলাকা থেকে মৃত রেজাউল করিমের স্ত্রী রুবি আক্তার (৫০) কে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বাঁশখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে, তারই ধারাবাহিকতায় পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ ২জনকে আটক করে।
মাদক আইনে মামলা পূর্বক আদালতে আসামিকে সোর্পদ করা হবে বলেও জানান তিনি।