ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ ) বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটি, ফেনী এবং এইড কুমিল্লা যৌথভাবে এ গণশুনানির আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি মোশাররফ হোসেন বাদল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার জেলা লিগ্যাল এইড অফিসার( সিনিয়র সহকারী জজ) নিজাম উদ্দীন। সভায় সঞ্চালনা এবং এইড-কুমিল্লার পরিচিতি তুলে ধরেন প্রমোটিং পিস এন্ড জাস্টিস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আবু নাছের।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মঙ্গলকান্দি ইউনিয়নের সচিব এবং মঙ্গলকান্দি ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব কাজী মিজানুর রহমান, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ সহ সাধারন জনগণ।
সভার উদ্বোধন করেন মঙ্গলকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল। তিনি বলেন বাংলাদেশ সরকারের মহৎ উদ্যোগ, এর মাধ্যমে সহায়সম্বলহীন বিচার প্রার্থীরা সঠিক বিচার পাবে। লিগ্যাল এইডের এ সেবা যদি সুষ্ঠু ভাবে অভিযোগ সমাধান করে তাহলে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে।যে সকল সমস্যা পরিবেশ বা রাজনৈতিক কারণে ইউনিয়নে সমাধান করা সম্ভব হয় না,তা লিগ্যাল এইডের মাধ্যমে সুষ্ঠু ভাবে সমাধান হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিসার জনসাধারণের মাঝে লিগ্যাল এইড বিষয়ক সার্বিক ধারনা সহ কিভাবে এবং কারা লিগ্যাল এইডের সেবা পাবেন তা তুলে ধরেন। তিনি বিশেষ করে বলেন লিগ্যাল এইডের সেবা গ্রাম আদালতের সাথে সাংঘর্ষিক নয়,বরং যে সকল অভিযোগ সমূহ পরিবেশগত কারণে ইউনিয়ন পরিষদে সমাধান সম্ভব নয় সেসকল অভিযোগের সমাধানের জন্য লিগ্যাল এইড অফিস,কারণ ইউনিয়ন পরিষদেও দ্রুততার সাথে স্বচ্ছ ভাবে অভিযোগের মিমাংসা করা যায়।
মুক্তালোচনায় মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণ তাদের সমস্যা তুলে ধরেন এবং জেলা লিগ্যাল এইড অফিসার তাদের সমস্যার সমাধান দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জেলা লিগ্যাল এইড অফিসে যেতে আহ্বান করেন।
সর্বশেষে ইউনিয়ন চেয়ারম্যান এবং গণশুনানী সভার সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।