ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে সোমবার ভোররাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। এ সময় নিষদ্ধকালীন সময়ে মাছ ধরার অপরাধে ১৮ জন জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন বাবুল, শাহবুদ্দিন, মনির, সেলিম, ইমন, নোমান, রিপন, ইসমাইল, সবুজ, রিপন -২,রোবেল, ফিরোজ, মিজান। জব্দ করা হয় ৩ টি মাছ ধরার নৌকা এবং প্রায় ১০০০ মিটার সুতার জাল।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ সাইফুর রহমান আটককৃতদের মধ্যে ১৩ জনের প্রত্যেক ৫ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড করেন। অপ্রাপ্তবয়স্ক ৫ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
এ কর্মকর্তা আরো জানান, সরকারি স্বার্থ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।