মাগুরায় স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পূর্তী উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপনে “শ্রীপুর বাহিনী” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ বৃহস্পতিবার দুপুরে মাগুরা শ্রীপুরের টুপিপাড়া শাহ আব্দুল গাফফার প্রি ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং সাব সেক্টর কমান্ডার, মাগুরা ১ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) এ টি এম আঃ ওয়াহ্হাব।
অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি’র সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– কুমিল্লা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা কুন্ডু গোপীদাস।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার আবু আনসার নাজাত আশা’ ও যুব নেতা রিপন রাফী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মোঃ তারিকুল ইসলাম হিটলার, শ্যামা প্রসাদ অধিকারীসহ অন্যরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খামার পাড়া এস আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শফিকুর রহমান, মুক্তিযুদ্ধের সাবেক শ্রীপুর উপজেলা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।
বিকেলে খামার পাড়া হাইস্কুল মাঠে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।