1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রানীসংকৈলের শ্রেষ্ঠ শিক্ষককে শুভ শক্তির সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

রানীসংকৈলের শ্রেষ্ঠ শিক্ষককে শুভ শক্তির সংবর্ধনা

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২২৬ বার

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা প্রশাসন কর্তৃক স্বাধীনতা দিবস পুরস্কার-২০২২ উপলক্ষ্যে লক্ষ্মীর হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সফিউর রহমান ” শ্রেষ্ঠ শিক্ষক” হওয়ায় সংবর্ধনা দিয়েছেন শুভ শক্তি সোসাইটি।

মঙ্গলবার সন্ধায়৷ কাউন্সিল বাজার ধর্মগড়ে শিক্ষক হিসেবে অসামান্য অবদানে জন্য এই সংবর্ধনা দেওয়া হয়।

উনার ছাত্র জীবন থেকে পাওয়া যায়, এই জনপদের সবচেয়ে প্রাচিন শিক্ষা প্রতিষ্ঠান কাদিহাট উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন। তিনিই প্রথম এই বিদ্যালয় থেকে সকল বিষয়ে লেটার মার্ক পেয়েছিলেন। উনার বক্তব্যে পাওয়া যায়, সে দিন তিনি অনেক কেদেছিলেন। কারণ তিনি ভেবেছিলেন পরিক্ষায় ফেল করেছেন। সে সময় লেটার মার্ক পাওয়া ছাত্রদের ফলাফল আলাদা ভাবে দিতেন। তার পরেই তিনি জানতে পারেন তার ফলাফল আলাদা ভাবে দিয়েছে।

উনার বক্তব্যে আরো পাওয়া যায়, এই ফলাফল করার পরে উনার বাবা চেয়েছিলেন তার ছেলে ডাক্তার হোক। এ জন্য তাকে মোটা অংকের টাকা দিয়ে জোর করে শহরে পাঠায়। কিন্তু ছোট থেকেই শিক্ষক হওয়ার প্রবল ইচ্ছা শক্তি উনাকে আর ডাক্তারি ভর্তি পরিক্ষা না দিয়েই দেশের বিভিন্ন স্থান ভ্রমন করে বাড়ি ফিরে আসেন।

সংবর্ধনা আনুষ্ঠানে উনার সহ কর্মী ও সাবেক চেয়ারম্যান আবু হানিফ বলেন, উনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেও আমি মনে করি উনার মত শিক্ষক জেলাতেও একটা খুজে পাওয়া যাবে না। তিনি আরো বলেন, উনি খুব ভাল রেজাল্ট করলেও শিক্ষক হওয়ার বাসনায় গ্রামেই থেকে গেছেন। অথচ উনার চেয়ে খারাপ রেজাল্ট করেও উনার সহপাঠীরা সচিব পর্যন্ত হয়ে গেছেন।

উনার এক ছাত্র বলেন, আমার শিক্ষা জীবনে মা ও বোনের পরেই যে মানুষটা সব চেয়ে বেশি অবদান রেখেছেন তিনি হচ্ছেন এই মানুষটা। কর্ম জীবনে উনি একজন শিক্ষক। আমার কাছে মনে হয়েছে তিনি শিক্ষকদের তালিকায় সেরাদের সেরা। উনি বাই চান্স শিক্ষক নয়, উনি বাই চয়েজ শিক্ষক।

অনুষ্ঠানটির আয়োজন করেন শুভ শক্তির কর্ণধার ঢাকা হাই কোর্টের আইনজীবী মেহেদি হাসান শুভ।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, অত্র এলাকার শিক্ষক ও শিক্ষার্থীদেরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম