1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংবাদ সম্মেলনে অভিযোগ দিনাজপুরের বিরামপুরে পৈত্রিক সুত্রে প্রাপ্ত বোনের ২০ শতক জমির পর্চার রায় টাকার বিনিময়ে পক্ষে নিলো ছোট ভাই - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে অভিযোগ দিনাজপুরের বিরামপুরে পৈত্রিক সুত্রে প্রাপ্ত বোনের ২০ শতক জমির পর্চার রায় টাকার বিনিময়ে পক্ষে নিলো ছোট ভাই

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৮৭ বার

ঘুষের বিনিময়ে সরকারী কর্মকর্তাকে ম্যানেজ করে পৈত্রিক সুত্রে প্রাপ্ত বোনের ২০ শতক জমির পর্চার রায় নিজের পক্ষে নিয়েছেন ছোট ভাই গোলাম সারওয়ার অভিযোগে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন দিনাজপুরের হাকিমপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক মো: জয়নাল আবেদীন জুয়েল। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্ত্রী বিরামপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক বেবী সুলতানা পৈত্রিক সুত্রে বিরামপুর উপজেলার হোসেনপুর মৌজার ২৮,২৯ ও ৩০ নং দাগের ২ একর ২৮ শতক তার মরহুম পিতার নামীয় জমি থেকে ২০ শতাংশ জমি চলমান ভুমি জরিপে সাভের্য়ার পৈত্রিক সুত্রে মালিকানা ও দখলে থাকায় তার নামে মাঠ পর্চা হয়। পরবর্তীতে গত ৪/২/২০২৮ ইং তারিখে ভুমি জরিপের তসদিত সম্পন্ন হলে উক্ত ২০ শতক জমি বেবী সুলতানার নামেই ডিপি পর্চা প্রদান করেন।

দীর্ঘদিন ভোগদখলীয় জমিতে সবাই মিলে একত্রে বসবাস করলেও হটাত করেই শ্যালক গোলাম সারওয়ার অন্যায় লাভের আশায় ২০ শতক জমি গ্রাসের জন্যে ডিপি খতিয়ানের বিরুদ্ধে বিরামপুর ভুমি জরিপ অফিসে আপিল মোকদ্দমা দাখিল করেন। মোকদ্দমার প্রথমে শুনানীতে অংশ নিতে গত ২৭/১২/২০২১ ইং তারিখে নবাবগঞ্জ সহকারী সেটেলম্যান অফিসে উপস্থিত হওয়ার জন্য আমার স্ত্রীকে নোটিশ করলেও আপত্তির কারনে সেখানে শুনানী করা হয়নি। তবে শুনানীর তারিখ পরিবর্তন করে গত ১৪/২/২২ ইং তারিখে ফুলবাড়ি উপজেলা সহকারী সেটেলম্যান্ট অফিসার আ.ন.ম আবুল ফয়েজের কাছে শুনানী অনুষ্ঠিত হয়।

এদিন জমির দখল সত্তসহ আমার স্ত্রীর পক্ষে ২০ শতক জমির মালিকানার সমর্থনে সকল কাগজপত্র ও দলিলদস্তাবেদ উপস্থাপন করা হয়, কিন্তু ফুলবাড়ি উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আ.ন.ম আবুল ফয়েজ বলেন,শুনানী হলো পরবর্তীতে আদেশ প্রদান করা হবে। তখন তিনি বলেন, যে অংশের শুনানী হলো তাতে আপনার স্ত্রী বেবী সুলতানাই জমির প্রকৃত হকদার। এরমধ্যে উক্ত কর্মকর্তা আ.ন.ম আবুল ফয়েজ আমার শ্যালক গোলাম সারওয়ারে নিকট ৩ লাখ টাকা ঘুষ গ্রহন করে তার নামে পর্চা প্রদানের জন্য গত ২২/০২/২০২২ তারিখে রায় প্রদান করেছেন। যা সম্পন্ন অন্যায়ভাবে অর্থের বিনিময়ে প্রকৃত হকদারের হক তিনি নষ্ট করেছেন।
সদর এবং ফুলবাড়ি উপজেলার দায়িত্বে থাকা এমন দূর্নীতিবাজ অসত সেটেলমেন্ট কর্মকর্তার কারণে ওই সমস্ত এলাকার সাধারন ভুমি মালিকরা এখন অসহায় হয়ে পড়েছে। ভুমি মালিকদের জিম্মি করে ওই কর্মকর্তা তার ইচ্ছেমত ঘুষ গ্রহন করে পর্চা প্রদান করছেন ফলে সর্বশান্ত এবং হয়রানীর শিকার হচ্ছেন নিরীহ ভুমি মালিকরা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশাসনের কাছে আমার স্ত্রী সম্পত্তি রক্ষাসহ আমি এধরনের কর্মকান্ডে জড়িত উক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম