1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় স্থগিত ৪ কেন্দ্রে ভোট, ৩ ইউপিতে নৌকা বিজয়ী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন

সাতকানিয়ায় স্থগিত ৪ কেন্দ্রে ভোট, ৩ ইউপিতে নৌকা বিজয়ী

নিজস্ব প্রতিবেদনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৯৯ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সপ্তম ধাপে (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্রগুলোতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলে ভোটগ্রহণ। ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে ৩টি ইউনিয়নেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে গোলাগুলি, ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, জোরপূর্বক ব্যালটে সিল মারা ও ভোট গ্রহনকারী কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলাসহ নানা সহিংসতার কারনে খাগরিয়া, কালিয়াইশ ও কাঞ্চনা ইউনিয়নের ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

কেন্দ্রগুলো হলো- খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ কার্যালয়, ৭ নম্বর ওয়ার্ডে গনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়াইশে ৯ নম্বর ওয়ার্ডে বুদাগাজী পাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও কাঞ্চনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এসব কেন্দ্রে আজ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল জানান, খাগরিয়া, কালিয়াইশ ও কাঞ্চনা ইউনিয়নের ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। ফলে ৩টি ইউনিয়নের ফলাফলও স্থগিত ছিল। স্থগিত হওয়া কেন্দ্রগুলোতে আজ ভোটগ্রহন সম্পন্ন হওয়ার পর খাগরিয়া মো. আকতার হোসেন, কালিয়াইশে হাফেজ আহমদ ও কাঞ্চনায় রমজান আলী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

তিনি আরও বলেন, খাগরিয়ায় মো. আকতার হোসেন (নৌকা) প্রতীক নিয়ে ৭৩০৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসীম উদ্দিন (মোটর সাইকেল) পেয়েছেন ৫৭৯৩ ভোট। আবদুল হামিদ (আনারস) পেয়েছেন ৯৮ ভোট। কালিয়াইশ ইউনিয়নে হাফেজ আহমদ (নৌকা) ৬০৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফেরদৌস চৌধুরী সোহেল (আনারস) পেয়েছেন ৩৪৫৫ ভোট। মো. আতাউর রহমান (মোটর সাইকেল) পেয়েছেন ৪৫০ ভোট।

অন্যদিকে, কাঞ্চনা ইউনিয়নে মো. রমজান আলী ৫৯৬৮ পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ছালাম (মোটর সাইকেল) পেয়েছেন ৩৯১৮ ভোট। এছাড়া মঈন উদ্দিন হাসান (আনারস) পেয়েছেন ১৬৪১ ভোট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম