সাভার উপজেলার আশুলিয়া থানার গোরাট এলাকায় রেজা ফ্যাশনের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে কাজ বন্ধ রেখেছেন ।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকে রেজা ফ্যাশনের শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। রেজা ফ্যাশনের মালিক পক্ষ থেকে আগামী সোমবার বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শ্রমিকরা তা মানছেন না। এখন অনেকেই খাবারের উদ্দেশ্যে বাসায় গেছেন দুপুরের খাবারের পরে আরও জোরালো আন্দোলন হতে পারে বলে
আশঙ্কা রয়েছে।
আশঙ্কার কারন হিসেবে শ্রমিকদের অভিযোগ মালিক পক্ষ ফেব্রুয়ারী মাসের বেতনই দেয় নাই মার্চের বেতন দিবে কবে এমন প্রশ্ন অনেকের মাথায়।
এমন পরিস্হিতিতে যেকোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।