ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আশুলিয়া স্কুল এন্ড কলেজে কবিতা আবৃত্তি, রচনা ও ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
সোমবার (০৭ মার্চ) সকালে আশুলিয়া স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন মাদবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ রুহুল আমিন মন্ডল সহ আশুলিয়া স্কুল এন্ড কলেজ এর শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ ।