কক্সবাজার জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮শ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে ১৫ মার্চ সকালে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ: নাছের (২৫) টেকনাফ থানাধীন মরিচ্যাঘোনা এলাকার মোক্তার আহমদ এর ছেলে।
কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় এদিন সকাল সাতটার সময় জেলা গোয়েন্দা শাখার এসআই মকবুল হোসেন এর নেতৃত্বে একটি টিম পৌরসভার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে আটশত পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই লাখ চল্লিশ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘ দিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় খুচরা বিক্রি করে আসছে।
এ ঘটনায় এসআই মকবুল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।