1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিমপুরের জিরানীতে সাংবাদিক পরিচয়ে শ্রমীক অফিসের নামে চাঁদাবাজি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

কাশিমপুরের জিরানীতে সাংবাদিক পরিচয়ে শ্রমীক অফিসের নামে চাঁদাবাজি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩২০ বার

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর মেট্রোপলিটন থানার জিরানী বাজার এলাকায় বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে চাঁদাবাজির অভিযোগ উঠেছে জাতীয় পার্টির কাশিমপুর থানা কমিটির সভাপতি মোঃ আলফাজ উদ্দিন নামের এক শ্রমিক নেতার বিরুদ্ধে। স্হানীয় সুত্রে জানা যায়, আলফাজ উদ্দিন গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের পানিশাইল মাধবপুর এলাকার স্হানীয় বাসিন্দা, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় দিয়ে এবং নিবন্ধিত শ্রমিক জিরানী শাখার অফিস বসিয়ে নানানভাবে চাঁদাবাজির নেতৃত্ব দিয়ে আসছেন। জিরানী বাজার এলাকার স্হানীয় বাসিন্দারা নাম না বলার শর্তে এ প্রতিবেদককে বলেন, আলফাজ উদ্দিন সাংবাদিকতার পরিচয় দিলেও তাকে আমরা কোনোদিন সাংবাদিকতা বিষয়ে তথ্য সংগ্রহ বা তার নামে কোনো মিডিয়া সংবাদ পরিবেশন করা দেখিনি, তাকে আমরা সারাদিন দেখি ওই শ্রমিক অফিসে কিছু আওয়ামী লীগের দলীয় লোককে কমিটিতে রেখে অটোরিকশা, ইজিবাইক এবং চন্দ্রা নবীনগর মহাসড়কের জিরানী বাজারের পূর্ব পার্শে লেন দখল করে অটোরিকশা, ইজিবাইক পিকআপ গাড়ী, ছোট বড়ো ট্রাক এর স্টান্ড বানিয়ে স্টান্ডে থাকা প্রায় ১শত গাড়ী পার্কিং করা হয়। প্রতিটি গাড়ী থেকে প্রতিদিন ৫০টাকা জিপি এবং প্রতিটি পিক আপে প্রতিমাসে ১হাজার টাকা চাঁদা উত্তোলন করে আসছেন আলফাজউদ্দিনের নিয়োগ কৃত কর্মচারী হাবিব। ইজিবাইক ও অটোরিকশা চালকদের কাছে জানা যায় অসংখ্য অটোরিকশা ও ইজিবাইক থেকে মাসিক চাঁদা ১৫শত থেকে দুইহাজার টাকা পর্যন্ত নিচ্ছেন। চাঁদা আদায়ের জন্য কর্মচারীদের বেতন ভুক্ত করেছেন।

সরেজমিনে গিয়ে দেখাযায় জিরানী বাজার বঙ্গমার্কেটের ১নং বিট পুলিশিং কার্যালয়ের আনুমানিক ৫০গজ পাশেই চাঁদাআদায়ের শ্রমিক অফিসটি। প্রতিনিয়ত সেই অফিসটিতে চাঁদা আদায়ের আড়ালে বিভিন্ন ধরনের বিচার শালিস বসিয়ে জরিমানা আদায় করার অভিযোগও উঠেছে। শ্রমিক অফিস’টির সভাপতি হিসেবে আলফাজ উদ্দিন এবং সাধারন সম্পাদক হিসেবে রয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ শামছুল আলম গায়েন তিনিও সে অফিসে বসেন প্রতিদিন। সরকারদলীয় পদ পদবির আড়ালে তিনিও চাঁদাবাজির নেতৃত্ব দিয়ে আসছেন। শামছুল আলম গায়েনের সাথেও গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনি লিটনের সাথেও শক্ষতা থাকায় এবং সংস্লিস্ট কর্তৃপক্ষের সাথেও তাদের টাকার বিনিময়ে স্বক্ষতা গড়ে উঠায় চাঁদাবাজী বন্ধে কেউ মুখ খুলতে চায়না এবং প্রশাসনও নিরব দর্ষকের ভূমিকায় থাকার অভিযোগ উঠেছে । সরেজমিনে গিয়ে দেখাযায় চক্রবর্তী ও জিরানী বাজার বাসস্ট্যান্ড, মাধবপুর, পানিশাইল, হাতিমারা,ভবানীপুর থেকে হাজারের অধিক অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন নিয়মিত চলাচল করে। কাশিমপুরের জিরানীর বৃহৎ এ স্ট্যান্ড থেকে বটতলা, বিগবস, ভবানীপুর, হাতিমারা, পর্যন্ত বিস্তৃত। জিরানী বাজার এলাকায় এসব যানবাহন চলাচল করে থাকে। চলাচলকারী তিন চাকার প্রতিটি যানবাহন থেকে নিয়মিত অর্থ আদায় করা হচ্ছে। টাকা ওঠানোর ব্যাপারে জানতে চাইলে প্রতিটি যানবাহন থেকে প্রতিদিন ১০-৩০ টাকা করে ওঠানো হয় বলে বিভিন্ন অটোরিকশা, ইজিবাইকের চালকরা জানান। সজিব নামে এক চালক বলেন, আমাদের কাছ থেকে এ অর্থ আদায় করে। না দিলে গাড়ি চালাতে দেয় না। জিরানী স্ট্যান্ডে অবস্থানকারী সাজু (ছদ্মনাম) নামে আরেক চালক জানান, মানিক ও বেলাল আমাদের কাছ থেকে প্রতিদিন ৩০ টাকা করে নেয়। নূর নামে আরেকজন বলেন, আমরা গরিব মানুষ। পেটের দায়ে অটোরিকশা ও ইজিবাইক চালাচ্ছি। মালিকের কাছ থেকে অটোরিকশা ভাড়া নিয়ে আসি। দিন শেষে গাড়ির মালিকদের ভাড়া পরিশোধ করার পর যা অবশিষ্ট থাকে তা দিয়ে কোনোমতে সংসার চলে। আমরা চাঁদা দিতে না চাইলে জোর করে আদায় করে। না হলে এ রাস্তায় আমাদের চলাচল বন্ধ করে দেওয়া হয়। চাঁদা দেওয়ার ফলে নিরীহ যাত্রীদের কাছ থেকে ভাড়াও আদায় করা হয় দ্বিগুণ থেকে তিনগুন পর্যন্ত। সাধারণ মানুষ এ বিষয়ে বলেন, চাঁদা আদায়ের ফলে একদিকে আমাদের ভাড়াও গুনতে হচ্ছে দ্বিগুণ, অন্যদিকে রাস্তায় পার্কিংয়ে ফলে আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারছি না। টাকা ওঠানোর দায়িত্বে থাকা এক লাইনম্যান বিষয়টি স্বীকার করে বলেন, আমরা রাস্তায় কষ্ট করি বিধায় চালকরা ইচ্ছে করেই ১০-২০ টাকা আমাদের দেয়। শ্রমিক অফিস টিতে কর্মচারীসহ প্রায় ৭-১০জনের একটি কমিটি আছে যাদের মাসিক বেতন চাঁদা আদায় থেকে মাস শেষে প্রত্যেককে বেতন দেওয়া হয়, এবং প্রতিদিনের চা পান সিগারেটের বিল এবং অফিস ভাড়া বাবদ টাকা প্রতিমাসে অগণিত টাকা ব্যায় হওয়া এবং সকলের বেতনের পর সভাপতি সাধারণ সম্পাদক উচ্ছিষ্ট টাকা দু’জনে ভাগ করে নেওয়ার গুঞ্জন জিরানী বাজার এলাকায় শোনা যায়।

পথচারী ও জিরানী বাজার এলাকায় বিভিন্ন প্রকারের শিল্প কারখানার শ্রমিকদের অভিযোগ মহাসড়ক দখল করে শত শত ট্রাক, বাস, পিকআপ, লরি,ইজিবাইক, অটোরিকশা পার্কিং করে রাখায় আমরা প্রতিনিয়ত চলাচল করতে হিমশিম খাচ্ছি এ যেনো মগের মুল্লুক, জিরানী বাজার এলাকায় মহাসড়কে এসব গাড়ী পার্কিং করে রাখায় মহাসড়ক সংকোচিত হওয়ায় প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছেন কল কারখানার শ্রমিকসহ চলাচলরত পথচারীরা অনেকেই দূর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।

এ বিষয়ে চাঁদাবাজির স্বীকারোক্তির দিয়ে নাম না প্রকাশের শর্তে একজন বলেন, আমরা জিরানী স্ট্যান্ড থেকে লাইনম্যানদের জন্য অটোরিকশা-ইজিবাইক থেকে প্রতিদিন ১০ থেকে ৩০ টাকা নিয়ে থাকি, স্থানীয় প্রশাসন সবই জানে।

এবিষয়ে জানতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির এক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চেয়ারম্যান স্যারকে এ বিষয়ে জানাবো, তবে জেলাকমিটির তদন্তে চাঁদাবাজির তথ্য প্রমানিত হলে দলীয় ব্যাবস্হা গ্রহণ করা হবে।

কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জের মুটোফোনে এ বিষয়ে জানতে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম