কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন নৃবিজ্ঞান সোসাইটির ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সভাপতি এন.এম. রবিউল আওয়াল চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার তানজিয়া নাজিয়া, নির্বাচন কমিশনার হাসেনা বেগম ও মারিয়া তাহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মুনিম হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ইশতেয়াক আহমেদ৷ কোষাধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহসিন জামিল।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো রাহাদ হোসেন, সেলিনা পারভীন ঝরণা, হুমায়রা আক্তার, মোঃ ওবাইদুল্লাহ খান, হ্নদয় চন্দ্র পাল।
এছাড়াও নতুন এই কমিটির সভাপতি এন.এম. রবিউল আওয়াল চৌধুরী।
উল্লেখ্য, এ ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য বিভাগের সহযোগী সংগঠন হিসেবে দায়িত্ব পালন করবে।