চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ কক্সবাজার মহাসড়কে অভিযান পরিচালনা করে ২০৮০ পিস ইয়াবা ও ইয়াবা বহনকারী চট্ট-মেট্রো-ন১১-৯৩৯১ পিকাপ সহ ২ জন কে গ্রেফতার করে।
গতকাল রাত ১১ টায় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই(নিঃ) মো.বিল্লাল হোসেন সঙ্গী ফোর্স সহ দোহাজারী সিঙ্গার শো-রুম এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,১। উকিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি গ্রামের কবির আহমেদ এর ছেলে শামসুল আলম(৩৯)২।কক্সবাজার সদর থানার মররী পাড়া গ্রামের ফরিদ আলমের ছেলে আনিসুর রহমান(২২)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।