চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরমা মাইগাতা এলাকার নিমখালী বাড়ি সংলগ্ন দয়াল দের বাড়িতে আগুনের
সূত্রপাত হয়ে নিমিষে ৬ কাঁচা বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়। এতে এসকল
পরিবারের ১৫ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয় বলে তাদের দাবি। গতকাল ৫ মার্চ দুপুরে
রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
এতে সুমন দে, রনজিত দে, সুজন দে, অঞ্জলি দে, লিটন দে, ছোটন দে, কাঁচা বসতঘর পুড়ে
সম্পূর্ণ ভস্মিভূত হয়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায়
দীর্ঘ দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে এসকল পরিবারের নগদ টাকা,
স্বর্ণলাংকার, আসবাবপত্র, মূল্যবান কাগজ, কাপড়-ছোপড়সহ ১৫ লক্ষাধিক টাকা
ক্ষতিসাধন হয়। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান খোরশেদ আলম টিটুসহ অনেকে ঘটনাস্থল