নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সমাবেশ করেছে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) উপজেলা শাখার আয়োজনে গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় সিরাজদিখান বাজার কাঠপট্টি এলাকায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবশে সভাপতিত্ব করেন উপজলা বিএনপি’র আহবায়ক আব্দুল কুদ্দুস ধীরণ।
মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সিদ্দিক মাল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলী আনসার মাল্লা, সাবক সাধারণ সম্পাদক আওলাদ হাসন মাল্লা, আহবায়ক কমিটির সদস্য হায়দার আলী, কাজী কামরুজ্জামান লিপু, ওমর ফারুখ রিগ্যান, মাহবুব হোসেন রন্টু, কাজী মাস্তাক আহমদ শ্যামল, উপজলা যুবদলর সভাপতি ইয়াছিন সুমন প্রমুখ।
সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, আমরা কোন বাধাদেইনি। আমাদের নিয়মিত কর্মতৎপরতার অংশ হিসেবে আমরা টহল দেই। আজ যেহেতু তাদের কর্মসূচি ছিলো আইন শৃঙ্খলা যেনো অবনতি না ঘটে তাই পুলিশ তৎপর ছিলো।