সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে মৎস্য আইন লঙ্ঘন করে,সেলো মেশিন দিয়ে সেচ দিয়ে,বিল শুকিয়ে মাছ ধরার প্রচেষ্টার অপরাধে মোঃ রফিক মিয়া(২৬)নামের এক যুবককে মৎস্য ও সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্টে ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত যুবক রকিক মিয়া(২৬) উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর গ্রামের মোঃ ইউনুস খাঁ’র ছেলে।
রবিবার (২০ মার্চ) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোঃ মুনতাসির হাসান মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ রফিক মিয়াকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান পলাশ বলেন, বিল সেলো মেশিন দিয়ে সেচে শুকিয়ে মাছ ধরার প্রচেষ্টার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাকে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।