মঙ্গল বার (১৫ মার্চ) গাজীপুরের শ্রীপুর পৌরসভার উদ্যোগে পৌর কার্যালয় হলরুমে মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে নগর উন্নয়ন পরিকল্পনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
নগর উন্নয়ন পরিকল্পনা সভায় আলোচনায় উঠে আসে নগর উন্নয়ন ও পরিকল্পনা হচ্ছে একটি কারিগরী ও রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে ভূমির ব্যবহার এবং নাগরিক পরিবেশের নকশা প্রণয়ন করা হয়। এই প্রক্রিয়ার মধ্যে বায়ু, পানি, নগরের অবকাঠামো, পরিবহণ ব্যবস্থা, পরিষেবা ব্যবস্থাপনা ইত্যাদির অন্তর্ভুক্তিকে বুঝায। প্রতিটি অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনার সামাজিক এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ অনেক জরুরি। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জনসম্পৃক্ততা ও পরিলক্ষিত হচ্ছে না বলেও সভায় জানানো হয়।
সভায় পৌর মেয়র আলহাজ মেঃ আনিছুর রহমান উপস্হিত সকলকে উদ্দেশ্য করে সামনের দিনগুলোতে সামাজিক এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ নিয়ে গণমানুষকে সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টেকসই নগর উন্নয়নের আহ্বান জানান। তিনি বলেন,নগর পরিকল্পনার মাধ্যমে মানব বসতির সঠিক উন্নয়ন নিশ্চিত করা যায়।
নগর উন্নয়ন পরিকল্পনা ও মাসিক সমন্বয় সভায় পৌরসভার সিইও সুমিত মাহা, সচিব মোঃ রফিকুল হাসান,,নির্বাহী প্রকৌশলী শাহেদ আকতার সহ পৌর সভার দাপ্তরিক প্রধানগন,প্যানেল মেয়র গন, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগন উপস্হিত ছিলেন।
পরে পৌরসভার উন্নয়ন বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।