বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যােগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য ও সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল এবং পৌর কমিটির সভাপতি বিপুল চন্দ্র দেব ও সাধারন সম্পাদক প্রানেশ চন্দ্র দেবের সার্বিক ত্তত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,প্রচার সম্পাদক পিন্টু রায়,নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়,পৌর কমিটির বাবুল চন্দ্র দেব,টিংকু দাশ,বাবলু দাশ, শৈকত দাশ,প্রান্ত আচার্য্যসহ অন্যান্য নের্তৃবৃন্দ।