বেস্ট পিআর স্ট্র্যাটেজিক অ্যাওয়ার্ড পেয়েছেন সিফাত তন্ময়। সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বিউটি অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২১’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে বেস্ট পিআর স্ট্র্যাটেজিক অ্যাওয়ার্ড তার হাতে সম্মাননা তুলে দেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা ও অভিনেতা ওমর সানী।
অ্যাওয়ার্ড পেয়ে সিফাত ভীষণ উচ্ছ্বাসিত। তিনি বলেন, “কাজের স্বীকৃতি হিসেবে যে কোন পুরস্কার-ই অনুপ্রেরণা যোগায়, কৃতজ্ঞতা জানাই আয়োজক এস এম বিউটি একাডেমী এবং আগামীকে আমাকে যোগ্য মনে করবার জন্য । এই প্রাপ্তি কাজের গতিকে আরো বেগবান করবে, এই অর্জনের সম্পূর্ণ অবদান আমার প্রতিষ্ঠান লুমেক্সথ্রিসিক্সটি এর টিম মেম্বারদের, তারা ছাড়া কোন সফলতা সম্ভব না, তাই এই পুরস্কারটি তাদের উৎসর্গ করতে চাই।”
তিনি আরো বলেন, অনুষ্ঠানে অনেক গুণী ও সফল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে শামিল হতে পারাও অনেক ভালো লেগেছে।
এছাড়াও, সিফাত তন্ময়ের ঝুলিতে টেলিভিশন এবং রেডিওতে কাজের স্বীকৃতি সরুপ ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসহ রয়েছে আরো পাঁচটি সম্মাননা।