ভোলার বোরহানউদ্দিনে ৪৩৪ পিস ইয়াবা ও দুই কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ ৷
বুধবার রাতে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ও কাচিয়া ইউনিয়নের চকঢোষ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ৷ আটককৃতরা হলেন, মোঃ নিজাম (৩০) ও মোঃ সিরাজ মাতাব্বর (৩৫)৷
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির (বিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৩৪ পিচ ইয়াবা ও ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ তাদের আটক করা হয় ৷ এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।