কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরেক শিশুকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী বালিরঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া নিহত শিশু শাবনুর (৮) বালিরঘাটের ফালান মিয়ার মেয়ে এবং নিখোঁজ সানজিদা (১১) একই গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে চরআলগী গ্রামের পাঁচ শিশু ছোট্ট একটি নৌকায় করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে যায়। একসময় ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। এ সময় তিন শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় শাবনুর ও সানজিদা।
খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলের অদূরে শাবনুরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হলেও সানজিদার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল পাঁচটার দিকে একটি মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে।