1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পিতাকে বাঁচাতে গিয়ে পুত্র নিহত!এলাকায় শোকের ছায়া!! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির অভিযোগে খন্দকার শাহজাহানসহ ২জন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর  রবিউল ১৬ বছর পর বাড়ী ফিরবেন ! শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে তারুণ্য মেলা অনুষ্ঠিত শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে তারুণ্য মেলা অনুষ্ঠিত বিশেষ শিশুদের উন্নয়নে স্বেচ্ছাসেবী প্রকল্প ‘স্বপ্নতরী’ মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু! মাগুরায় ভূমিদস্যু আখ্যা দেওয়ার প্রতিবাদ ও পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে হরিপুরে মটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে কনকাপৈতের তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন রাজধানীর পল্লবীতে সাংবাদিক সমিতির জমিতে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পতন, এম পি ইলিয়াস মোল্লার একটি অপরাধ সাম্রাজ্য

মাগুরায় পিতাকে বাঁচাতে গিয়ে পুত্র নিহত!এলাকায় শোকের ছায়া!!

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩২৮ বার

মাগুরায় পিতাকে বাঁচাতে গিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পুত্র হাফেজ রমজান আলী রাজু নামে এক যুবক নিহত হয়েছে।
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তখলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি আব্দুর রউফ ও বর্তমান ইউপি সদস্য ও উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক মকবুল হোসেন বিশ্বাস এর সমর্থকদের মধ্যে গ্রাম্য দলাদলি, মাদ্রাসার কমিটি গঠনে আধিপত্য বিস্তরসহ প্রতিহিংসার রেশ ধরে সোমবার রাতে হাফেজ মোঃ রমজান আলী রাজু (২২) নামে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবক ওই গ্রামের আক্তার জোয়ার্দ্দারের পুত্র।

নিহত রমজান আলী রাজু’র বোন সানজিদা খাতুন পাপিয়া বলেন,গতকাল সন্ধ্যা ৭টার দিকে সাবেক ইউপি সদস্য আব্দুর রউফের সমর্থক ফারুক, সুমন,দাউদ,বাসি বিশ্বাস,আশরাফুল,হেলাল,নাজমুল, আমার পিতা আক্তার শেখের উপর আক্রমণ চালায় এসময় ঘরের ভিতরে থাকা আমার একমাত্র ভাই রাজু ঠেকাতে গেলে ঝড়ো দারোগার ছেলে ফারুক কুড়াল দিয়ে তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকগণ ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন । পরিবারের লোকজন তাকে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে অবস্থার অবনতি ঘটলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক ও বর্তমান ইউপি সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি চলে আসছিল। এরই রেষ ধরে গত শনিবার দুপুরে তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে ওই ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা হয় । বাক-বিতন্ডার একপর্যায়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ওইদিন রাতে সুযোগ বুঝে মকবুল মেম্বরের লোকজন প্রতিপক্ষ আব্দুর রউফকে ফুলতলা বাজার এলাকায় হাতুড়ী দিয়ে পিটিয়ে একটি পা ভেঙে দেয় ।আহত আব্দুর রউফ বর্তমান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট্য সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এঘটনার পর আব্দুর রউফের লোকজন প্রতিপক্ষের ২০-/২৫টি বাড়ি-ঘর ভাংচুর করে। সংবাদ শুনে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২-৩ দিন ধরে পুলিশি টহল অব্যাহত থাকলেও
বিচ্ছিন্ন সংঘর্ষ চলছিল । এ সংঘর্ষের রেষ ধরেই উক্ত যুবককে নৃসংশভাবে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এঘটনায় জানমালের নিরাপত্তা রক্ষা ও এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে ।
এ বিষয়ে ৮মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে বলেন,হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় সোমবার রাতেই তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো জোয়ারদার আবু দাউদ, ফারুক শেখ ও তরিকুল ইসলাম । বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে,এখনো কোনো মামলা হয়নি, মামলায় প্রস্তুতি চলছে।
হাফেজ মোঃ রমজান আলী রাজু নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, সেই সাথে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম