অরণ্য আনোয়ার নির্মিত ‘মা’ চলচ্চিত্রে নিজের কথা ও সুরে গান গাইলেন আনা নাসরীন।
সচরাচর আমরা দেখে থাকি সন্তান চরিত্রের অবস্থান থেকে মায়ের জন্য গান। এবার আমরা শুনতে যাচ্ছি মায়ের চরিত্রের অবস্থান থেকে সন্তানের জন্য বাস্তবিক অকুলতার গান। সন্তানের জীবন সঙ্কট পরিস্থিতির একটি দৃশ্যে মা ‘পরীমণি’র জন্য একটি মাতৃত্বের হাহারের গান করেছেন আনা।
এটি ৭১-এর প্রেক্ষাপটে নির্মিত একটি প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় বিভ্রান্তি ও কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা ও তার বিপরীতে একজন প্রবীণ নাগরিকের লড়াইয়ের গল্প। মূলত সেই প্রবীণ চিকিৎসক ও তার পুত্রবধূই এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। শশুরের চরিত্রে শাহাদাৎ হোসেন ও পুত্রবধূর চরিত্রে অভিনয় করছেন পরীমণি। এই ছবিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শিরিন আলম, সাজু খাদেমসহ আরো অনেকে। গত বছরের নভেম্বরে ‘মা’ ছবির প্রথম ধাপের শুটিং হয়। এই মুহূর্তে দ্বিতীয় ধাপের শুটিং চলমান।
এর আগেও আরো দু’টি চলচিত্রে নিজের কথা, সুর ও কন্ঠ দিয়ে পূর্ণাঙ্গ তিনটি গান তৈরি করেছেন আনা, যে চলচ্চিত্রগুলো প্রায় মুক্তির দ্বারপ্রান্তে।