1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে দুর্বার ডিপিএল শিরোপা জয় করে রাইভাল সোলজার্স ফুটবল দল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর  রবিউল ১৬ বছর পর বাড়ী ফিরবেন ! শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে তারুণ্য মেলা অনুষ্ঠিত শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে তারুণ্য মেলা অনুষ্ঠিত বিশেষ শিশুদের উন্নয়নে স্বেচ্ছাসেবী প্রকল্প ‘স্বপ্নতরী’ মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু! মাগুরায় ভূমিদস্যু আখ্যা দেওয়ার প্রতিবাদ ও পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে হরিপুরে মটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে কনকাপৈতের তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন রাজধানীর পল্লবীতে সাংবাদিক সমিতির জমিতে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পতন, এম পি ইলিয়াস মোল্লার একটি অপরাধ সাম্রাজ্য শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!!

মীরসরাইয়ে দুর্বার ডিপিএল শিরোপা জয় করে রাইভাল সোলজার্স ফুটবল দল

মীরসরাই উপজেলার সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৫৪ বার

মীরসরাইয়ে দর্শক মনে আলোচিত হয়েছে দুর্বার প্রিমিয়ার লীগ ডিপিএল ফুটবল টুর্নামেন্ট। স্বেচ্ছাসেবী সংস্থা দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে পঞ্চম বারের মত আয়োজিত হয় এ লীগ টুর্নামেন্ট। সমগ্র উপজেলা থেকে বাছাই করা দুইশতাধিক উদীয়মান তারকা ফুটবলাররা খেলার নৈপুণ্যে দর্শক মাতান এ টুর্নামেন্টে। গত ২৫ মার্চ শুক্রবার বিকেলে মলিয়াইশ হাই স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামে ফরহাদ উদ্দিনের মালিকানাধীন রাইভাল সোলজার্স ও মেহেদী হাসান জিকুর মালিকানাধীন লায়ন হার্টেড ফুটবল দল। সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী সঞ্চালনায় ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিজি ইকোনমিক জোন (মীরসরাই ইকোনমিক জোন-১) এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দীন, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর কাউন্সিলর কাজী মো. জসীম উদ্দিন, মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাশেম, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, নিজামপুর কলেজের প্রভাষক জসীম উদ্দিন, মিঠানাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী জাহাঙ্গীর ও সাধারণ সস্পাদক ইউনূছ মিয়া, শিল্পপতি মো. নুর উদ্দীন, সাজিদ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ শামীম। প্রথমবারের মত এবারকার আয়োজনে দুজন ক্রীড়া ব্যাক্তিত্ব মীরসরাই স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জসীম উদ্দীন দুলাল ও বাংলাদেশ আম্পুচি ফুটবল দলের খেলোয়াড় সাহাব উদ্দিনকে সম্মান স্বরূপ ডিপিএল সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ফাইনাল ম্যাচে টাইব্রেকারে লায়ন হার্টেডকে হারিয়ে জয় অর্জন করে ডিপিএল চ্যাম্পিয়ন হন রাইভাল সোলজার্স ফুটবল দল। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার্স আপ দল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন।

আয়োজক পরিষদের আহবায়ক রিপন কুমার দাশ, সদস্য সচিব আবদুল্লাহ আল মাহমুদ ও ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ বাবুর পরিচালনায় আয়োজনে আরো উপস্থিত ছিলেন শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, দীপ জেলে যাই এর সাধারণ সম্পাদক মহিবুল আরিফ, দুর্বার’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, নির্বাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর আহমেদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, অদম্য যুব সংঘের সহ সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজিদ, অভিনন্দন ক্লাবের সভাপতি মো. নয়ন, উত্তরণ সভাপতি আবু সাঈদ, লিও আজিম উদ্দিন প্রমুখ।

দুর্বার ডিপএলের পঞ্চম আসরে সমগ্র উপজেলার দুইশতাধিক ফুটবলার আট দলের হয়ে খেলেন। অন্য ছয় দলের মালিকানায় ছিলেন নজরুল ইসলাম- ইউনিক ফাইটার্স, মোহাম্মদ আশরাফ উদ্দিন- ব্রাদার্স ইউনাইটেড, বেলাল হোসেন- পাস্তোরাল চ্যালেন্জার্স, টিপু সুলতান- ডায়নামিক ওয়ারিয়র্স, আরিফুল ইসলাম প্রমূখ- রেসি রেইঞ্জার্স।

গ্রামিণ জনপদের এ অঞ্চলে দুর্বার কর্তৃক ফুটবলের এ বর্ণিল আয়োজনের এ রেশ ফুটবল প্রেমীদের মনে বহুদিন দাগ কাটবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম