লাকসামে মুরগি খামারের ভিতর থেকে গাঁজার বস্তা উদ্ধার করেছে পুলিশ।
৭ই মার্চ সোমবার বিকালে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে চিকোনিয়া গ্রামের আবদুল মান্নানের মুরগির খামারে পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে ওই গাঁজা উদ্ধার করা হয়।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার পুলিশের সদস্যরা মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে চিকোনিয়া গ্রামের আবদুর রহিমের ছেলে আবদুল মান্নানের মুরগী খামারে সোমবার বিকালে অভিযান পরিচালনা করে। সে সময় তার খামারের ভিতর রক্ষিত প্লাস্টিকের ব্যাগে ৫ টি পলিথিন পোটলায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের অভিযানে টের পেয়ে খামারের মালিক ও একাধিক মাদক মামলার আসামি আবদুল মান্নান কৌশলে পালিয়ে যায়।
লাকসাম থানার এস আই ওমর ফারুক বলেন, খামারের মালিক ও একাধিক মামলার আসামি আবদুল মান্নান পলাতক রয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।