1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে প্রধান শিক্ষকের খুটির জোড় কোথায়! ১০-১৫ লক্ষ টাকা আত্মসাৎ তদন্তে প্রমানিত হলেও উপ-পরিচালক রংপুর ও মহাপরিচালক ব্যবস্তা নিতে গরিমশি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ 

লালমনিরহাটে প্রধান শিক্ষকের খুটির জোড় কোথায়! ১০-১৫ লক্ষ টাকা আত্মসাৎ তদন্তে প্রমানিত হলেও উপ-পরিচালক রংপুর ও মহাপরিচালক ব্যবস্তা নিতে গরিমশি

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৯১ বার

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় ১০-১৫ লক্ষ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মাসাতের অভিযোগ তদন্তে প্রমানিত হলেও কেন? তার এম পি ও বেতন-ভাতা বন্ধ করা হবে না মর্মে শোকজ করা হয়েছিল। তার জবাব সন্তুষ্টজনক না হওয়ায় ওই প্রধান শিক্ষক এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উদ্ধতন কতৃপক্ষের নিকট চিঠি পাঠানো হয়েছে বলে জানান লালমনিরহাট উচ্চমাধ্যমিক জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ । অভিযোগে জানা গেছে, লালমনিরহাটের কালিগঞ্জের বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয় টি ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর ২০১৯ সালে ৪ তলা আইসিটি ভবনের বরাদ্দ পায় বিদ্যালয় টি।

তবে এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয় পূর্বের ভবন ওয়াকশনে না দিয়ে সেটি আত্মসাৎ করে প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লা। তিনি স্কুলের পুরনো বিল্ডিংয়ের ওয়াকশনে না দিয়ে অফিস কক্ষের ২ রুম ও ক্লাসরুমের ০৬টি কক্ষ ভেঙ্গে পুরাতন ইট , গুড়া বালু, টিন, বৈদ্যুতিক সরঞ্জাম নিজের বাড়ির দেয়াল ও গোডাউনের কাজে লাগান এবং অন্যান্য সামগ্রী বিক্রি করে প্রায় ১০ লক্ষ টাকা আত্নসাৎ করে এলাকাবাসীর লিখিত অভিযোগে আরো জানা যায়, পরিতক্ত জিনিসপত্র নিলাম বা ওয়াকশনে নিলে উক্ত প্রতিষ্ঠান এবং সরকার এর ১০ লক্ষ টাকা রাজস্ব আয় হতো। কিন্তু প্রধান শিক্ষক নিজের স্বার্থ হাসিলের জন্য তিনি কোন প্রকার নিলাম বা ওয়াকশন না দিয়ে গোপনে উক্ত মালামাল গুলো বিক্রয় ও নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে ও বিক্রয়কৃত টাকা বিদ্যালয়ের ফান্ডে জমা প্রদান না করে নিজেই আত্মসাৎ করে।

শুধুমাত্র তাই নয় প্রধান শিক্ষক একক সিদ্ধান্তে রাতারাতি মনগড়া স্কুল কমিটি গঠন করে এবং সেই কমিটি দ্বারা নিয়োগ বাণিজ্য সহ রাতারাতি কতিপয় লোকের সহযোগীতায় রাস্তার গাছ কাটে যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। ওই ব্যক্তি প্রতিষ্ঠানের প্রধান হওয়ায় একক ক্ষমতায় প্রতিষ্ঠানের গাছ আরো কয়েক দফায় কেটে আত্মসাৎ করে।

এবিষয়ে বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি নন বলে মুঠোফোনে জানান।
উচ্চ মাধ্যমিকের উপ -পরিচালক (রংপুর) বিভাগ জানান, অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় তাকে শোকজ করা হয়েছে। তার জবাব সন্তুষ্টজনক না হওয়ায় শাস্তিমূলক ব্যবস্তা প্রক্রিয়াধীন জন্যে মহাপরিচালক বরাবর চিটি দেয়া হয়েছে, কিন্ত গত ৬ মাসেও রহস্যজনক কারনে কোন ব্যবস্তা না নেয়ায় এলাকা বাসী ও অভিয়োগ করিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম