1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মজিদুল আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ 

লালমনিরহাটে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মজিদুল আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৮৭ বার

২ মেয়ে ১ ছেলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। লালমনিরহাটের দিনমজুর ও ভূমিহীন মোঃ মজিদুল ইসলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত সুচিকিৎসায় আর্থিক সহায্যের জন্য দেশ-বিদেশের সুহৃদয়বান দানবীর ব্যক্তিবর্গের নিকট আবারো হাত বাড়িয়েছেন। জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের মৃত্যু: শামছুল আলম এর ছেলে দিনমজুর ও ভূমিহীন মোঃ মজিদুল ইসলাম প্রায় দেড় বছর থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে মেডিকেল অফিসার, সংক্রামক ব্যাধি রংপুর বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুরের ডাঃ মোঃ আহসান হাবীব-এর অধিনস্থ চিকিৎসাধীন রয়েছে।

এ পর্যন্ত প্রায় ২ লক্ষ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসক জানান, আরও প্রায় ৩ লক্ষ টাকা প্রয়োজন এ টাকা ব্যয় করে সুচিকিৎসা করা হলে মজিদুল সুস্থ হবে। কিন্তু ভূমিহীন হতদরিদ্র ওই দিনমজুর পরিবারের পক্ষে এতো টাকা ব্যয় করা সম্ভব নয়। তাই সে সাহায্যের হাত বাড়িয়েছেন। আপনাদের সাহায্যে হয়তঃ বা তার স্বাভাবিক জীবন ফিরে পাবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেডরেস্টে থাকায় পরিবারের খরচ কিংবা ২ মেয়ে ১ ছেলের লেখাপড়ার খরচ চালাতে না পারায়। অবশেষে ৩ সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। মজিদুল জানান, বড় মেয়ে লায়লা খাতুন লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ডিগ্রী কলেজে এইচএসসি পাশ করে ডিগ্রিতে ভতি হতে পারছে না। ২য় মেয়ে লামিয়া খাতুন কাজীর চওড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী এবং ছেলে ওমর ফারুক হামিছুন্না হাফিজিয়া মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র। তাদের লেখাপড়ার খরচ দিতে না পারায় ৩ ছেলে-মেয়ের লেখা পড়া বন্ধ এবং বর্তমানে আর্থিক সংকটের কারণে চিকিৎসা ও সংসারের খরচ চালানো বন্ধ হয়ে যাওয়ায় অনাহারে-অর্ধাহারে দিন জীবনযাপন করছেন। এমন করুণদশার কারণে দেশ-বিদেশের দানবীর সুহৃদয়বান ব্যক্তিবর্গ সাহায্য পাঠাতে চাইলে ০১৭১০৫৬৫১২৯ (বিকাশ) অথবা মোঃ মজিদুল ইসলাম, সঞ্চয়ী ব্যাংক হিসাব নং- ১২২/১০৮৯৩, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হারাটী বন্দর শাখা, লালমনিরহাট। বরাবরে সাহায্য পাঠাতে বিশেষভাবে অনুরোধ করা হইল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম