1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে লোকালয়ে ছুটে যাওয়া মাতাল হাতীটি নিয়ন্রনে এলাকাবাসীর মাঝে স্বস্তি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মীরসরাইয়ে ফকির আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল চৌদ্দগ্রামে ৭ শতাধিক রোগীর বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ডা. তাহেরের মতবিনিময় তিতাসে ফিল্ম স্টাইলে লুটে নিচ্ছে ব্রিকফিল্ডের ইট হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম বিভাগীয় তিন ট্রাস্টির পদ বাতিল এর দাবিতে স্মারকলিপি প্রদান জাতীয় প্রেস ক্লাবে অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় উপজেলা বিএনপি’র আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত প্রতারক চক্রের খপ্পরে পরে ৭৬ জন সাধারণ মানুষ ভিকটিম থেকে মূল আসামি গণ-অভ্যুত্থান ও ভাষা-আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে বিষয়ক মন্ত্রণালয়ের নাম সংশোধনের জন্য অধ্যাপক বার্ণিকের  আহ্বান নেত্রকোনা জেলা সাইবারের ইউজার দলের সিনিয়র যুগ্ন-আহবায়কের মায়ের মৃত্যুতে সাইবার ইউজার দল কেন্দ্রীয় কমিটির শোক প্রকাশ

লালমনিরহাটে লোকালয়ে ছুটে যাওয়া মাতাল হাতীটি নিয়ন্রনে এলাকাবাসীর মাঝে স্বস্তি

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১৩৫ বার

লালমনিরহাটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত শিল্প মেলায় আনা হাতিটিকে ২৪ ঘণ্টা পর ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে অচেতন করে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মঙ্গলবার ০১ মার্চ দুপুরে হেলিকপ্টারযোগে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর তপন কুমার দের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম এসে হাতিটিকে অচেতন করে।
এর আগে সোমবার বেলা ১১টার দিকে পায়ের শিকল ছিঁড়ে বেরিয়ে এসে শহরের সাহেবপাড়ায় তাণ্ডব শুরু করে হাতিটি। মাহুতসহ সার্কাস দলের সদস্যরা হাতীটিকে শান্ত করতে ব্যর্থ হয়ে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। এতে তারাও ব্যর্থ হন।

স্থানীয়রা জানান, মেলায় আনা হাতিটি হঠাৎ করে পায়ের শিকল ছিঁড়ে মাতাল হয়ে বেরিয়ে পড়েন শহরে। এ সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালায়। পরে মাহুতসহ সার্কাস দলের সদস্যরা শান্ত করতে গেলে আরও উত্তেজিত হয়ে রাস্তার গাছপালাসহ মানুষের ওপর আক্রমণ করে।
পরে সার্কাস দলের সদস্যরা ব্যর্থ হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে শহরের সাহেবপাড়ায় তাণ্ডব শুরু করে একটি বিলে নেমে পড়ে হাতিটি। ওই পুকুর থেকে উদ্ধার করার চেষ্টা করলেও হাতিটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি বন বিভাগের কর্মকর্তারা।

সকালে ঢাকায় খবর দিলে হেলিকপ্টারযোগে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর তপন কুমার দের নেতৃত্বে একটি টিম লালমনিরহাটে বেলা ১১টায় আসেন। এ সময় একটি বাঁশ ঝাড়ে (বাগান) নিয়ে হাতিটিকে ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে অচেতন করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সার্জন তপন কুমার দে জানান, দুপুরে হাতিটিকে ট্রাঙ্কুলাইজার গান দিয়ে অচেতন করা হয়েছে। ট্রাঙ্কুলাইজার গান দিয়ে অচেতন করার ওষুধ প্রয়োগের পর হাতিটি দৌড়ে বাঁশ বাগানে আশ্রয় নিয়েছে। বর্তমানে হাতিটি অচেতন রয়েছে। হাতিটি প্রায় ১ সপ্তাহ অচেতন থাকবে।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক জানান, সোমবার থেকে চেষ্টা করেও তাকে নিয়ন্ত্রণ করা যায়নি। তাই ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ৩ সদস্যের একটি টিমকে খবর দেওয়া হয়। তারা এসে ট্রাঙ্কুলাইজার দিয়ে অচেতন করেছেন। জ্ঞান ফেরার পর যদি এমন করে তবে হাতিটিকে ট্রাক কিংবা অন্য কোনোভাবে বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে।
লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর জানান, সার্কাসের হাতী হঠাৎ উত্তেজিত হয়ে শহরের অনেক ক্ষতি করেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আবেদন করলে তদন্ত করে তাদের অনুদান দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম