1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট রেলওয়ে মাঠে মেলার কারণে হচ্ছে না রাষ্ট্রীয় অনুষ্ঠান : ক্ষুব্ধ মুক্তিযুদ্ধারা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ 

লালমনিরহাট রেলওয়ে মাঠে মেলার কারণে হচ্ছে না রাষ্ট্রীয় অনুষ্ঠান : ক্ষুব্ধ মুক্তিযুদ্ধারা

লাভলু শেখ,স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৬২ বার

পুনাক শিল্প বাণিজ্য মেলা এখন লালমনিরহাট শহরবাসীর পকেট কাটার মেলায় পরিণিত হয়েছে। রেলওয়ে মাঠে মেলার কারণে মুক্তিযুদ্ধের চেতনায় বিভিন্ন দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো পালিত হচ্ছে না। ফলে অনেকটাই ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় মুক্তিযুদ্ধারা। সেই সাথে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের লেখা-পড়া বিঘ্নের সৃষ্টি হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা গেছে, মহান মুক্তিযুদ্ধে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের রয়েছে গর্বিত অবদান। দেশ স্বাধীনের ১৯৭২ সাল হতে রেলওয়ের উদ্যোগেই প্রতিবছর এই মাঠে বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও ২১ ফেব্রুয়ারিসহ নানা সামাজিক সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। ৫০ বছরের মধ্যে এবারেই প্রথম এই মাঠের সাধীনতা দিবসের কোন অনুষ্ঠান হচ্ছে না বলে ক্ষুব্ধ এলাকার মুক্তিযুদ্ধাসহ সাধারণ মানুষ।
জানা গেছে, চলতি বছরের ১২ জানুয়ারী থেকে লালমনিরহাট রেলওয়ের শহীদ সোহরাওয়ার্দী ফুটবল খেলার মাঠে পুনাক বাণিজ্যে মেলা শুরু হয়। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ব্যানারে মেলাটি পরিচালনা’র দায়িত্বে রয়েছেন রংপুরের প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট নামক একটি প্রতিষ্টান। উক্ত প্রতিষ্টানটি খেলার মাঠ দখল করে চালাচ্ছেন মাস ব্যাপী মেলা। ওই মেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়াসহ কোমলমতি শিশু শিক্ষার্থীরা। প্রতিদিন সকাল-সন্ধ্যা প্রকাশ্যে মাইক বাজিয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে পুরো জেলা জুড়ে। মেলায় লোভনীয় অফারে যেসব পন্য বিক্রি করা হচ্ছে তা অতি-নিম্নমানের। দামও অনেক বেশি। মেলার ভিতরে যেসব খাদ্য সামগ্রী রয়েছে তা পচা ও বাসি। হরেক রকমের রং মিশানো খাবারে। যা স্বাস্থ্য সম্মত নয়। মেলায় যেতে টাকা জোগান দিতে উঠতি বয়সের ছেলেরা জড়িয়ে পড়ছেন বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে। ফলে শহরে প্রতিদিনেই বাসা বাড়ি, দোকান পাট, গাছের সুপারি, ক্ষেতের আলু ও পৌরসভার বসানো পানির পাম্পগুলো চুরি হচ্ছে।

অপরদিকে মেলা মাঠের ১০০ গজ হতে ৫০০ গজের মধ্যে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, রেলওয়ে কর্মকর্তা কর্মচারির আবাসিক রেল কোয়াটার, ষ্টোরপাড়া জামে মসজিদও রয়েছে। মেলায় দিন রাত ২৪ ঘন্টার মধ্যে রাত এক টার পর হতে সকাল ৯ টা পর্যন্ত মেলায় সমাগম ও মাইকের বাজনা সাময়িক বন্ধ থাকলেও বাকি সময় লোকসমাগম মাইকের আওয়াজে শহরবাসী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এবং সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জোড় দাবী তুলে জানান, এই মুহুর্তে মেলা বন্ধ করা হোক।মেলার কারণে এই প্রথম ৫০ বছরে রের্কড ভেঙ্গে রেল বিভাগ এবছরে আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাঠে স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান করতে পারছে না। আসছে ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো অন্য কোন মাঠে পালন করা হবে বলে তারা অনেকটাই ক্ষুব্ধ।

এ বিষয়ে জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন জানান, এটি রেল কর্তৃপক্ষ ঠিক করছেন না। মাঠ বন্ধ করে মাসের পর মাস মেলা মোটেই ঠিক নয়। প্রশাসন কি করছেন, বুঝি না।
এ বিষয়ে রেলওয়ে বিভাগীয় ম্যানেজার শাহ্ সুফী নুর মোহাম্মদ জানান, বিকল্প উপায়ে স্বাধীনতা দিবস রেলওয়ে বিভাগ উদযাপন করতে কমিটি করে দিয়েছি। তারা কি সুপারিশ করে অপক্ষোয় রয়েছি। পুনাক মেলার কারণে ওই মাঠে এবার স্বাধীনতা দিবস পালিত হচ্ছে না বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম