৮ ফেব্রুয়ারী গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে।সম্মেলন ঘৃড়ে ইতিমধ্যে শ্রীপুর আওয়ামীলীগের তৃমমুল নেতাকর্মীদের প্রানচান্চল্য লক্ষ্য করা যাচ্ছে। পরো উপজেলাকে নানা তোড়ন দিয়ে ও আলোকসজ্জা করে সাজাতে ব্যস্হ নেতাকর্মীরা। এরই মধ্যে নেতাকর্মীরা যার যার পছন্দ প্রার্থীকে জিতিয়ে নিতে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত এবং তাদের সমর্থন যোগাতে নানান কসরত চালিয়ে যাচ্ছেন। সরগরম হয়ে উঠেছে শ্রীপুরের রাজনীতির মাঠ। ইতিপূর্বে মান- অভিমান নিযে রাজনীতির মাঠ থেকে দুরে সরে ছিলেন সম্মেলনকে কেন্দ্র করে তারাও নড়েচড়ে বসতে শুরু করেছেন। কেউ সুযোগ হাতছাড়া করতে রাজি না।
শ্রীপরের আওয়ামীলীগের তৃনমুল নেতা কর্মিরা আওয়ামী রাজনীতির পরিক্ষীত ও সময়ের সাহসী নেতা মেয়র আলহাজ মোঃ আনিসুর রহমানকে নিয়ে আগামীর স্বপ্ন বুনতে শুরু করেছেন। শ্রীপুরের আওয়ামী রাজনীতির বিশ্বাস আর আস্হার ঠিকানা মেয়র আনিসকেই মনে করছেন অধিকাংশ কর্মীরা। তারা মনে করেন এ উপজেলার আওয়ামী রাজনীতি মেয়র আনিসুর রহমানের কাছেই নিরাপদ। তাকে সভাপতি করা হলে পুরো উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীরা তার কাছে মুল্যায়িত পাবেন।
শ্রীপুরের আওয়ামী রাজনীতিতে অপ্রতিদ্বন্ধী ও অপ্রতিরোদ্ধ মেয়র আলহাজ মোঃ আনিসুর রহমান।তিনি শ্রীপুরের মাধখলার ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান। জনসংখ্যাদিক্য এ পুরো পরিবারের সকল সদস্য বঙ্ঘবন্ধুর আদর্শের সৈনিক।পুরো পরিবার ও তাদের নিকটাত্বীয় আওয়ামী রাজনীতির বাইরে অন্যকোন রাজনীতির সাথে জড়িত নেই বললেই চলে।তিনি আওয়ামী ঘরোয়ানা পরিবারের সন্তান হওয়ায় ছাত্র রাজনীতি মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। মেয়র আনিস শ্রীপুর ডিগ্রী কলেজে বিপুল ভোটের ব্যবধানে ভিপি নির্বাচিত হওয়ার পর হতে আজব্দী তার জনপ্রিয়তায় ধস নেমেনি। পরবর্তীতে তিনি উপজেলা, জেলা ছাত্রলীগ, যুলীগ,শ্রমিকলীগ ও আওয়ামীলীগের গুরুত্বপূর্ন দায়িত্বে ছিলেন।বর্তমানে তিনি গাজীপু জেলা আওয়ামীলীগের সফল সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০০০ ইং সালে শ্রীপুর পৌরসভা ঘোষিত হলে তিনি ২০০০ ইং সাল হতে ২০২২ ইং সাল পর্যন্ত একটানা বিপুল ভোটে পৌর মেয়র নির্বাচিত হন। তার আকাশতূল্য জনপ্রিয়তায় বারবার মেয়র নির্বাচিত হয়ে সাধারন জনগনের সেবকের দায়িত্ব ও কর্তব্য পালন করে জনমনে জায়গা করে নিয়েছেন।গুরুভক্ত এ নেতা সিনিয়রদের যেমন সম্মান দিতে ভুল করেন না তেমনি কর্মীদের মূল্যায়ন করতেও কার্পন্য নেই তার কাছে।নেতা কর্মীদের প্রতি তার বদন্যতায় তাকে নিয়ে গেছে এক অনন্যতায়।মেয়র আনিসুর রহমান সকল ক্ষেত্রেই তার সফলতার ছাপ রেখে যাচ্ছেন।তিনি মেয়র হিসেবে দেশ- বিদেশে অনেক সুনাম কুঁড়িয়েছেন। পেয়েছেন দেশী- বিদেশী গুনি সম্মননা। এ রকম একজন কর্মীবান্ধব ও ক্ষনজন্মা নেতা শ্রীপুর আওয়ামীলীগের কর্নধার হওয়াটা খুব অস্বাভাবি বিষয়না বলে রাজনৈতিক বিশ্লষকরা মনে করেন।কোন প্রকার স্বজনপ্রীতি বা অন্যকোন অপশক্তি প্রয়োগ না হলে ৮ ফেব্রুয়ারি ত্রি- বার্ষিক সম্মেলনে মেয়র আনিসই হবে শ্রীপুর আওয়ামীলীগের পরবর্তী সভাপতি হবেন বলে কর্মীদের ধারনা এবং বিশ্বাস।
৮ ফেব্রুয়ারী শ্রীপুর আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন ওবায়দুল কাদের, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, উদ্ভোধক হিসেবে উপস্হিত থাকবেন আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রানালয় এবং সভাপতিত্ব করবেন মোঃ হুমায়ন কবির হিমু, যুগ্ন আহবায়ক, উপজেলা আওয়ামীলীগ।