গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের এ নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে গ্রীণ ভিউ রিসোর্টে হুমায়ুন কবির হিমুকে সভাপতি ও অ্যাডঃ হারুন অর রশিদ ফরিদকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। কমিটির সহসভাপতি হিসেবে শেখ আব্দুল লতিফ, মাহতাব উদ্দিন, ওয়াজ উদ্দিন, যুগ্নসাধারণ সম্পাদক হিসেবে মাসুদ আলম ভাঙ্গী ও আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কর্ণেল (অবঃ) ফারুক খান এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মির্জা আজম এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ইকবাল হোসেন অপু এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য সাহাবুদ্দিন ফরাজী, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি।