1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর স্বপ্ন ধ্বংস করতে সপরিবারে পঁচাত্তরের ১৫ আগস্ট তাকে হত্যা করে- এডঃ সামছুল আলম প্রধান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ২ কারারক্ষী সাময়িক বরখাস্ত ! পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার নকলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, হত্যার চেষ্টা এক শ্রেনীর লোক আছে তাদের দেখতে বাংলাদেশী মনে হলেও তার মূলত ভিন্ন দেশী, ষড়যন্ত্রকারী — আমিনুল হক থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড

ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর স্বপ্ন ধ্বংস করতে সপরিবারে পঁচাত্তরের ১৫ আগস্ট তাকে হত্যা করে—- এডঃ সামছুল আলম প্রধান

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৪৪ বার

বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সারা দেশের মত শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে
চিএাংকন,সাংস্কৃতিক প্রতিযোগীতা,আলোচনা, দোয়া, মুক্তির উৎসব ও সুর্বণ জয়ন্তী মেলার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

সকালেউপজেলা প্রশাসন,রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিযে দিবসের কর্মসূচী শুরু হয়।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আযোজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ সামছুল আলম প্রধান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধ সিরাজুল ইসলাম, আঃ কাদির, মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শিক্ষা অফিসার নুরুল ইসলাম প্রমুখ।

প্রধানঅতিথির বক্তব্যে এডঃ সামছুল আলম প্রধান বলেন,বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পঁচাত্তরের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়। এরপর অবৈধ পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের রাজনীতি ও ষড়যন্ত্র শুরু হয়। তখন সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য দেশকে পেছনের দিকে নিয়ে যায়। তবে অনেক রাজনৈতিক, আন্তর্জাতিক ও জাতীয় নানামুখী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিয়ে উন্নতির পথে এগিয়ে চলছে। বর্তমানে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হওয়া নিয়ে বিভিন্ন মহলের আলোচনা-সমালোচনা ও পর্যালোচনা থেমে নেই। তবুও আমরা দেশকে উন্নয়নশীল দেশের খাতায় নিয়ে যেতে সক্ষম হয়েছি। স্বাধীনতার পর এ দেশে মানুষ দু’বেলা পেট ভরে মোটা চালের ভাত খাওয়ার জন্য ছটফট করছিল। মোটা কাপড় আর অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য তখন মানুষের কান্নার শব্দ শোনা যেত। বাংলাদেশ এখন আর সে সময়কার মতো অভাবের মধ্যে নেই। এখন আর এ দেশের মানুষকে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে কারো কাছে হাত পাততে হচ্ছে না। বাংলাদেশের নিজস্ব সম্পদ জনগণ আর শক্তির হাতকে সমন্বিত করে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। এই পথচলা চলতেই থাকবে। ইনশাআল্লাহ! কেউ বীরের এ জাতিকে থামাতে পারবে না।

তিনি বলেন,বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এ সময়ে আমাদের এগিয়ে যেতে হবে, এগিয়ে নিতে হবে জাতিকে। বাংলাদেশের জন্য এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের মানচিত্র সেদিন তারা ক্ষত-বিক্ষত করেছিল। দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র বঙ্গবন্ধুর স্বাধীন মানচিত্রের বিরুদ্ধে ছিল। তারা চেয়েছিল বাংলাদেশ যেন পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। আর বঙ্গবন্ধু চেয়েছিল বাংলাদেশ দুনিয়ার বুকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পৃথিবীর সামনে উঠে দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর স্বপ্ন ধ্বংস করতে সপরিবারে পঁচাত্তরের ১৫ আগস্ট তাকে হত্যা করে। সে থেকে তিলে তিলে এবং ধীরে ধীরে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ও জাতির কল্যাণে রাজনীতির মাঠে সক্রিয় ছিল। ফলে আজকে সেই ষড়যন্ত্রকারীগোষ্ঠী হাত গুটিয়ে তাদের প্রায়শ্চিত্ত ভোগ করছে। আর দেশ জনগণের কল্যাণকামী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ একাধারে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ কথায় না, কাজে আজ বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্লোভ নিরহংকারী প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের জন্য একজন গৌরবান্বিত নেত্রী। তার আশপাশে যারা তাকে সহযোগিতা করছেন, তারাও দেশ ও জাতির কল্যাণে নিবেদিত। প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় স্বল্পসময়ে দেশ আজ বহির্বিশ্বে নানাভাবে আলোচনার স্থান পেয়েছে। বাংলাদেশ উন্নয়ন, অগ্রগতি, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক সফলতা অর্জন করেছে। শিক্ষা এখন প্রতিটি ঘরে ঘরে আলো ছড়াচ্ছে। । তথ্যপ্রযুক্তির মধ্য দিয়ে দেশের শিক্ষিত যুবক-যুবতীরা তাদের আয় ও কর্মসংস্থান খুঁজে নিচ্ছে।
বঙ্গবন্ধুর মুজিব বর্ষের এ সময়ে আমাদের সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে জনগণের প্রতি দায়বদ্ধ প্রতিশ্রম্নতি বাস্তবায়নের।

আলোচনা শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি।পরে প্রধান অতিথি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ৭ দিনব্যাপী মুক্তির উৎসব ও সূবর্নজয়ন্তী মেলার শুভ উদ্ভোধন করেন।

এদিকে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালযে কেক কাটা, আলোচনা অনুষ্ঠান করেন। উপজেলা আঃ লীগের সভাপতি হুমায়ন কবির হিমু সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান এডঃ সামছুল আলম প্রধান, আঃ লীগের সাদারন সম্পাদক এডঃ হারুন- অর- রশিদ ফরিদ, পৌর আঃ লীগের সভাপতি নুরে আলম মোল্লা সহ অংগ সংগঠনের নেতাকর্মিরা উপস্হিত ছিলেন।
সারাদেশের মত শ্রীপুর উপজেলার সরকারি, বে- সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানে কেক কাটা, আলোচনা, সাংস্কৃতি ও চিত্রাংকন প্রতিযোতার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম