1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সমবায় সমিতির অর্থ আত্মসাত, রেলওয়ে হাসপাতালের ড্রাইভার আব্দুল কালাম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

সমবায় সমিতির অর্থ আত্মসাত, রেলওয়ে হাসপাতালের ড্রাইভার আব্দুল কালাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২০৪ বার

অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে আর্থিকভাবে সাবলম্বী হতে পূর্ব পরিচিতদের নিয়ে গঠন করেছিলেন অথিতি কর্মজীবী সমবায় সমিতি। সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ ও ঋণ বিতরণ করে আসছিলেন তারা। কিন্তু সরলতার সুযোগ নিয়ে আব্দুল কালামের নেতৃত্বে সমিতির তিন অংশীদার মিলে আত্মসাত করেন সমিতির মোট ২১ লাখ ৮১ হাজার ৩৯২ টাকা।

সমিতির অর্থ আত্মসাত করেই ক্ষান্ত হননি আসামিরা। তারা সমিতি কার্যালয়ের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্রও সরিয়ে বিক্রি করে দেন এবং কার্যালয় তালাবদ্ধ করে দেন।

অথিতি কর্মজীবী সমবায় সমিতির টাকা আত্মসাতের পর ভুক্তভোগীর দায়ের করা মামলা তদন্ত করতে গিয়ে এমন অভিনব প্রতারণার বিষয়টি ধরা পড়ে চক্রটি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন মামলা তদন্তের পর অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

ভুক্তভোগী মো. অলি উদ্দিন হাওলাদার ২০২০ সালের ১৯ জানুয়ারি মেট্র্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ১ম আদালতে মামলাটি দায়ের করেন। মো. অলি উদ্দিন হাওলাদার অথিতি কর্মজীবী সমবায় সমিতির সভাপতি। আর অভিযুক্তরা হলেন অথিতি কর্মজীবী সমবায় সমিতির সম্পাদক মো. আব্দুল কালাম (৫৪), অর্থ সম্পাদক মো. ফজলুল হক কালু (৪৪), সহ-সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ (৩৯)। আসামিরা মামলায় বর্তমানে জামিনে রয়েছেন।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল বলেন, আমার মক্কেল মো. অলি উদ্দিন হাওলাদার একটি সি আর মামলা করেন মামলা নাম্বার ১১১/২০২০ মামলাটি ০২/০৩/২০২১ তারিখ ধার্য তারিখ ছিলো। হাজিরা শেষে কোট বিল্ডিং মসজিদের পাশে দিয়ে ত্যাগ করার সময় আমার মক্কেল কে মামলা তুলে নেওয়ার হুমকি ও থাপ্পর কিল ঘুষি লাথি ও মারে। আমার মক্কেল বিষয়টি আমাকে অবহিত করলে আমি বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করার পরামর্শ প্রদান করি।

অংশীদারদের দ্বারা প্রতারিত হয়ে প্রতিকার পেতে আদালতের দ্বারস্থ হওয়ায় এখন জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান । মামলার বাদী ভুক্তভোগী মো. অলি উদ্দিন হাওলাদার।

মো. অলি উদ্দিন হাওলাদার বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমি, ২০২১ সালের ২ মার্চ তারিখে মামলায় ধার্য তারিখে আদালতে আসি আদালত প্রাঙ্গণে আমাকে মারধরও করেছে আসামিরা। এ ঘটনায় আমি কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি করেছি। আসামিরা মামলা প্রত্যাহার করার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। তাদের ভয় পিছু ছাড়ছে না আমাকে। তারা অর্থ আত্মসাৎ করে আরো বেপরোয়া হয়ে গেছে। দেশের আইন-কানুনকে কিছুই তোয়াক্কা করছেন না। রেলওয়ে হাসপাতালে ডাইভার আবুল কালামের সক্রিয় বাহিনী বলে দাবি করেন মামলার বাদী অলি উদ্দিন হাওলাদার।

মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপ-পরিদর্শক (এসআাই) মো. শহিদুল ইসলাম ২০২০ সালের ১৩ জুলাই আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সত্যতা পাওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে এসআাই মো. শহিদুল ইসলাম উল্লেখ করেন, অথিতি কর্মজীবী সমবায় সমিতির সম্পাদক মো. আব্দুল কালাম, অর্থ সম্পাদক মো. ফজলুল হক কালু ও সহ-সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ সমিতির কোনো হিসাব না দিয়ে ২১ লাখ ৮১ হাজার ৩৯২ টাকা আত্মসাত করেন এবং সমিতির মূল্যবান মালামাল ও কাগজপত্র নিয়ে গিয়ে বিক্রি করে দেন।

চট্টগ্রাম সিআরবি রেলওয় হাসপাতালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইবনে সফি আব্দুল আহাদের ডাইভার আব্দুল কালামের অর্থ আত্মসাৎ ও মামলাসহ নানা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অনেক দিন আগে একবার শুনেছিলাম,০২/০৩/২০২১তারিখ সহ মামলার তদন্ত বিষয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অফিস ও মামলার জামিন নিতে কোটে যাওয়াসহ অন্তত ২০ থেকে ২৫ দিন আব্দুল কালাম অফিসের বাইরে ছিলেন। এমন প্রশ্নের জবাবে সিআরবি রেলওয়ে হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, দুই এক দিন মনে হয় আমার কাজ থেকে মৌখিক ছুটি নিয়েছিলেন। কাগজে পত্রে ছুটি নিয়েছেন কিনা তা আমার জানা নেই, আমার আগে যিনি ছিলেন তিনি কি এসব অভিযোগের বিষয় কি ব্যবস্থা নিয়েছেন কালামের বিরুদ্ধে তা আমার জানা নাই আমি খোঁজ নিয়ে দেখবো বিষয়গুলো।

তিনি আরো বলেন, ড্রাইভার কালাম আমাকে সকালে অফিসে দিয়ে বিকেলে অফিস শেষে বাসায় দিয়ে আসেন, এরপরে বাকি সময়টুকু কি করছেন সে বিষয়ে আমি জানিনা।

মাামলার বাদীকে হুমকির বিষয়ে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন আসামি মো. আব্দুল কালাম।

রেলওয়ে হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার ড্রাইভার। অথিতি কর্মজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কালাম বলেন, অর্থ আত্মসাৎ মামলায় মাননীয় আদালত আমাকে জামিন দিয়েছে। মামলার বাদী অলিউল্লাহ হাওলাদারকে হুমকি দিচ্ছেন মামলা তুলে নেওয়ার জন্য এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি ওনাকে কোনো হুমকি দিই নাই, আপনারা যাচাই-বাছাই করে দেখুন।

অথিতি কর্মজীবী সমবায় সমিতির অর্থ সম্পাদক পুর্ব ফালে গ্ৰাম ফজল ফকিরের বাড়ি পিতা-মৃত গোলাম সোবাহানের ছেলে মো. ফজলুল হক কালু (৪৪) গত বছরের ১৫ ই মার্চ রাত আনুমানিক ৯ ঘটিকার সময় ডবলমুরিং থানাদিন আগ্রাবাদ গোলজার কমিউনিটি সেন্টারের সামনে ফুটপাতে হকারদের কাছ থেকে চাঁদানেয়ার সময় হাতেনাতে পুলিশের হাতে গ্রেপ্তার হন ফজলুল হক কালু। মামলাটি হয়েছিল দ্রুত বিচার আইন ২০০২এর ৪(১)ধারায়। এ দিন পুলিশ ফজলুল হক কালু কাছ থেকে নগদ ১৫৫০ টাকা উদ্ধার করেছিলেন, ওই মামলা দীর্ঘদিন কারাবাস ছিলেন ফজলুল হক কালু,পরে জামিন লাভ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম