আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের আয়োজনে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা অনুস্ঠান অনুস্ঠিত হয়।
সোমবার(১৪মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া আব্বাস শফিং কম্প্লেক্সে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ড সভাপতি ফজল মীরের সভাপতিত্বে অনুস্ঠিত হয়।
অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সৈয়দ আহমেদ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান শাহেদ, সাধারন সম্পাদক মোঃ মোল্লা মোশারফ হোসেন মুসা। সিনিয়র সহ-সভাপতি বশির ভূইয়া, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ লুৎফর রহমান জয়,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন আহমেদ ভূইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাফর শেখ, ওহীদ মীর, আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন মীরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।