দৈনিক ইনকিলাব সহকারি সম্পাদক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান খান নদভী চট্টগ্রামে আজ নবীন আলেম এইচএসসি ও আলিম সংবর্ধিতদের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেছেন।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা (পূর্ব) শাখার উদ্যোগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনটির শাখা সভাপতি মুহাম্মদ মারুফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় ‘খেলাফত পতনের শত বছরে মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক “সেমিনার ও নবীন আলেম, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান খান নদভী তাঁর বক্তব্যে নবীন আলেম এইচএসসি ও আলিম সংবর্ধিতদের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ’ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল বশর আজিজি, বিশেষ বক্তা ছিলেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক মিশকাতুল ইসলাম, কাজী আবরার হানিফ মারুফ।
এতে আরো উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ চাটগামী, মাওলানা ইউনুছ, যুবনেতা মুহাম্মদ তাওহীদুল ইসলাম, মাওলানা ওমর ফারুক জিরভী, মাওলানা আবুল কালাম, মাওলানা আবু তৈয়ব, মাওলানা আব্দুর রাজ্জাক রহমানী, মাওলানা জহির নূরী, শরীফুল ইসলাম আজিজী, মোঃ বখতিয়ার উদ্দীন প্রমূখ। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্ব শাখার নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট থানা, ও ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।