1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে জমিজমা নিয়ে বিরোধ, মিথ্যা ধর্ষন মামলা দিয়ে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান

খুটাখালীতে জমিজমা নিয়ে বিরোধ, মিথ্যা ধর্ষন মামলা দিয়ে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৬৭ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে মিথ্যা ষড়যন্ত্রমুলক ধর্ষণ মামলা দিয়ে সাইফুল ইসলাম নামের একজন বালি ব্যবসায়ী ও তার পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে।

উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছড়িবিল সেগুনবাগিচা গ্রামের ভূক্তভোগী আবদুল জব্বারের পরিবারটির স্বজনরা এমনটাই দাবী করেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা করা হয়েছে বলে পরিবারটির অভিযোগ।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (১) কক্সবাজারে পিটিশন মামলার (মামলা নং-৭৪/২০২২) বাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণপাড়া গ্রামের ফজলু করিমের স্ত্রী তুফা মনি (২৪)।

বাদী মামলায় উল্লেখ করেন যে, গত ২৭ ফেব্রুয়ারী দিনদুপুরে বাদীনির খামারবাড়ী পান্ডাছড়িতে সিএনজিযোগে যাওয়ার পথে সেগুনবাগিচা এলাকায় গতিরোধ করে জোরপুর্বক ধর্ষন করে ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩০)। এতে আসামী করা হয়েছে একই এলাকার আবু ছিদ্দিকের পুত্র আকিব ও আবুল কালামের পুত্র সিহাবকে। এদিন অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে বাদীনি তুফা মনির স্বামী ফজলুল করিমকে জঙ্গলের ভিতর নিয়ে মারধর করা হয়েছে বলে মামলা সুত্রে জানা যায়। তবে এলাকায় খোঁজখবর নিয়ে জানা গেছে ঘটনার সম্পুর্ন বিপরীত। এ জাতীয় কোন ঘটনা সেদিন ঐ এলাকায় ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, ঐ দিন বাদীনি তুফা মনির স্বামী ফজলুল করিম ছড়িবিল গ্রামের মৃত আবদুল কাদেরের পুত্র প্রবাসী জসিমের বাড়ীতে যান। এসময় জসিমের স্ত্রী শয়নকক্ষে একা ছিলেন। এ সুযোগে ফজলুল করিম তার শরীরে হাত দেয় এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ তুলেছেন প্রবাসী জসিমের স্ত্রী মোমেনা আক্তার মোনা (৩০)।

এ ঘটনায় মোমেনা আক্তার বাদী হয়ে গত ২ মার্চ চকরিয়া থানায় মামলা দায়ের করেন। ( যার মামলা নং ০২/৮৬)। এতে ইউনিয়নের দক্ষিনপাড়ার মোঃ ইসমাইলের পুত্র ফজলুল করিমকে আসামী করা হয়েছে। বর্তমানে মামলাটি থানার এসআই গোলাম সরওয়ার তদন্ত করছেন।

জমিজমা আত্নসাৎ করার কুমানসে ও মামলার জের ধরে মুলত ফজলুল করিম তার স্ত্রী তুফা মনিকে ভয়ভীতি দেখিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (১) কক্সবাজার মিথ্যা ধর্ষন পিটিশন মামলা করে ঐ পরিবারকে হয়রানী করার দাবী করছেন ব্যবসায়ী সাইফুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে একটি সুত্র দাবী করছে, ফজলুল করিমের সাথে মোনা অবৈধ সম্পর্কে জড়িত। সে সুবাধে দীর্ঘদিন তারা দক্ষিনপাড়াস্থ তাদের নিজস্ব জায়গায় বসবাস করে আসছিল। এমনতর সময়ে প্রবাসী স্বামী জসিম উদ্দীনের অর্জিত লাখ লাখ টাকা স্ত্রী মোনা ফজলুল করিমকে দিয়ে ব্যবসা ও জমি জমা ক্রয় করেন। একপর্যায়ে মোনার ছোট বোন তুফাকে বিয়ে করেন ফজলুল করিম। বিয়ের পর থেকে মোনার সাথে ফজলুল করিমের সম্পর্কে ভাটা পড়ে। ঘটনাটি এলাকায় চাউর হলে ফজলুল করিম নড়েচড়ে বসে।
আশ্রয় নেয় নানা ছলচাতুরীর। একসাথে ক্রয় করা জমির দলিল নিয়ে বাটপারি, মোনার স্বর্ন বন্ধক দিয়ে টাকা লুটে নেয়াসহ শুরু করে নানা ষড়যন্ত।
ফজলুল করিম পেশায় মুন্সি। জায়গা জমি ক্রয় ও দলিল সম্পাদন কাজ করে আসছেন দীর্ঘবছর ধরে।

অপরদিকে ব্যবসায়ী সাইফুল ইসলাম সম্পর্কে প্রবাসী জসিমের জেঠাত ভাই। মোমেনা আক্তার মোনা তার ভাবী। প্রবাসী জেঠাত ভাই জসিমের অনুরোধে তার ক্রয় করা দক্ষিনপাড়াস্থ ভিটে জমিতে গত কিছুদিন পুর্বে সাইফুল মাটি ভরাটের কাজ শুরু করেন। এসময় ফজলুল করিম কাজে বাঁধা দিয়ে বাকবিতন্ডা ও ভাড়াটিয়া গুন্ডা বলে গালাগাল করেন। ঘটনার কদিন পর ফজলুল করিম ছড়িবিলস্থ মোনার শশুরবাড়ীতে আসলে সাইফুল তাকে হেনস্থা করে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ফজলুল করিমকে মোনার শশুর পক্ষের লোকজন ছাড় দেয়।

এ ঘটনাকে পুঁজি করে ফজলুল করিম তার স্ত্রী তুফা মনিকে দিয়ে মিথ্যা ধর্ষন মামলার নাটক সাঁজিয়েছে বলে দাবী করছেন সাইফুল ইসলাম।

অভিযুক্ত সাইফুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সাথে ফজলুল করিমের কোন বিরোধ নেই। গতকিছুদিন পুর্বে জেঠাত ভাই জসিমের সত্বীয় বসতভিটায় মাটি ভরাট করতে গিয়ে ফজলুল করিম অকর্থ্য ভাষায় গালমন্দ করেন। পরবর্তীতে সে জসিমের ছড়িবিলস্থ ঘরে আসলে গালমন্দ কেন করা হয়েছে জানতে চাইলে আবারো আমার উপর চড়াও হই। এসময় দুএকটি চড় থাপ্পড় দিয়ে বসিয়ে রেখেছিলাম। পরে দক্ষিনপাড়ার স্থানীয় মুরব্বীদের মধ্যস্থায় তাকে ছাড় দিই। ঐ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আমার বিরুদ্ধে নিজ স্ত্রীকে দিয়ে ধর্ষন মামলা করেছে। আমাকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মামলার বাদীনি মোমেনা আক্তার মোনা বলেন, ফজলু্ল করিম লম্পট চরিত্রের লোক ও লোভী। সে অনেক সময় আমাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন একা পেয়ে আমাকে শ্লীতাহানি করে। আমার শোরচিৎকারে দেবর সাইফুল এগিয়ে এসে ফজলুল করিমকে দু’চারটি চড় থাপ্পড় দিয়ে তার মুরব্বীদের জিম্মায় ছেড়ে দিয়েছেন। এ ঘটনার কারনে সাইফুলকে ধর্ষন মামলার আসামী করে হয়রানি করছেন। গৃহিনী মোনা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামী দেশে নেই। আমাকে ফজলুল করিমের হাত থেকে বাঁচান।

প্রবাসী জসিমের ছোট ভাই গিয়াস উদ্দীন বলেন, তার ভাই-ভাবী অনেক বছর যাবৎ দক্ষিনপাড়ায় তাদের ক্রয়কৃত জমিতে বসবাস করেছেন। ঐ জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে ফজলুল করিমের সাথে।
স্থানীয় একটি পক্ষ তাদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ সমাধান করার চেষ্টাও করেছেন।

তিনি দাবী করেন, ফজলুল করিম জমি দখলে নেয়ার জন্যই তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ধর্ষন মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সুষ্টু তদন্তের অনুরোধ করেন তিনি।

স্থানীয় ৬নং ওয়ার্ডের মেম্বার নুর মোহাম্মদ পেটান মুন্সি বলেন, উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে জানতাম। তবে সাইফুল এধরনের একটি অপরাধমূলক ঘটনা করবে আমার তা বিশ্বাস হয়না।

মামলার বাদী তুফা মনির স্বামী ফজলুল করিমের কাছে এ বিষয়ে জানতে একাধিক বার যোগাযোগ করা হলেও তার ফোন নম্বরটি (০১৮৫৯৬১৪৫১০) বন্ধ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম