কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ চিহিৃত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো: উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে খায়রুল ইসলাম (২৫) ও একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ইমাম হোসেন বাবু (২২)।
তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই পীযুষ কান্তি দাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের তালগাছ তলা নামক স্থান থেকে এলাকার চিহিৃত দুই মাদক ব্যবসায়ীকে ৫০০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে থানায় মাদকের একাধিক মামলা রয়েছে’।