দিনাজপুর সদরের আস্করপুর ইউপি’র কুসুম্বী আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচনী তপশীলের দূর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
১০ মার্চ বৃহস্পতিবার বেলা ৩টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যে সদরের আস্করপুর ইউপি’র কুসুম্বী আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি লুতফর রহমান বলেন, স্বীয় স্বার্থ উদ্ধারের লক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্যে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান নির্বাচনী তপশীল বিষয়ে কোনো বিজ্ঞপ্তি বা বহুল প্রচার না করেই গোপনে ৪ জন পুরম্নষ ও ১জন মহিলা অভিভাবক সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনায়ন পত্রের তালিকা প্রণয়ন করে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার কার্য্যালয়ে দাখিল করেছেন।
প্রধান শিক্ষকের উদ্দেশ্য হচ্ছে তার মনোনিত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী করে স্কুলের ৩টি পদে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কর্মী নিয়োগের বৈধতা দেয়া। বিনিময়ে সে এবং তার কমিটির নির্বাচিত সদস্যরা মিলে ঘুষ গ্রহনের লাখ লাখ টাকা আত্বসাত করবে। তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিদ্যালয় ম্যানজিং কমিটির নির্বাচনের ঘোষিত তপশীল সর্ম্পকে বর্তমান কমিটির সভাপতি,সদস্য ও স্থানীয় জনগন কিংবা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা কেউই কোনো কিছুই জানেন না।
তারা বলেন,সবাইকে অন্ধকারে রেখে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান নিজের স্বার্থসিদ্ধির লক্ষ্যে মনমত কমিটি গঠনের চক্রান্তে লিপ্ত রয়েছে। এব্যাপারে নির্বাচনী তপশীলের অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করতে আমরা সকল দপ্তরে লিখিত অভিযোগ পাঠিয়েছি। গোপনে বানোয়াট ভিত্তিহীন নির্বাচনী তপশীল তদন্ত্ম সাপেক্ষে তপশীল বাতিল এবং বহুল প্রচারের মাধ্যমে পুনরায় নির্বাচনী তপশীল ঘোষনা ও সেই সাথে দোষী প্রমানিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মো: বাবুল আকতার, ফরহাদ আলী, বীরমুক্তিযোদ্ধা মো: মইন উদ্দীন, মো: জামাল উদ্দীন,ইউপি সদস্য মোখলেছার রহমান, ইউপি সদস্য ফরিদা খাতুন প্রমুখ।