গতকাল ২৬ মার্চ ২০২২ বিকেল ৩টায় টিলাগড়, সিলেটে বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক গীতিকবি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কাউন্সিলর নাজনীন আকতার কণা। বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব গল্পকার শহিদুল ইসলাম লিটন’র সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী মা সারদা সংঘের সম্পাদক গল্পকার বিনতা দেবী, বঙ্গবন্ধু লেখক পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব গীতিকার শাহ মো. আলমগীর ও সাংবাদিক মো. গোলাম কিবরিয়া। প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক জ্যোতির্ময় দাশ যীশু। বক্তব্য ও লেখা পাঠে অংশ গ্রহণ করেন কবি ইসমত আরা খান মুক্তা, কবি জয়নাল আবেদীন বেগ, কবি মুছাদ্দিকা চৌধুরী প্রমুখ। কবিতা আবৃত্তি করেন তুলসী দেবী ও সিক্তা দেবী কলি। গান পরিবেশন করেন কণ্ঠ শিল্পী বাহা উদ্দিন বাহার।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী বলেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর বাঙালিরা অস্ত্র ধরে যুদ্ধ করেছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছিল আর আমরা প্রত্যেকে নিজ নিজ সেক্টর থেকে আজ স্বাধীনতার সুফল ভোগ করছি। দেশ আজ অনেক এগিয়েছে। সাহিত্য সংস্কৃতিও বিকশিত হয়েছে। এর সবই হয়েছে স্বাধীনতার জন্য। সুতরাং স্বাধীনতাকে ধরে রাখতে হবে। কারণ স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন’।অনুষ্ঠানের শুরুতে ত্রিশ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘মুক্তি’ নামের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।