সম্প্রতি বাঁশখালীতে গরুচোরী নিত্য ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে গরুর খামারি ও প্রান্তিক গরুর মালিক এ বিষয় নিয়ে থাকেন উদ্বিগ্ন। গতরাত (১৪ মার্চ) ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এক গরুচোরকে গরু উদ্ধারপূর্বক বাঁশখালী থানা পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডস্থ মহাজন ঘাটা নামক স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক প্রধান সড়কে গরু চোরকে গরুসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।
এ সময় আসামী মোহাম্মদ আলমগীর ফরিদ (২১) কে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী সাতকানিয়া থানাধিন চুড়ামণি জোটপুকুরিয়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের আবু শামার পুত্র। গ্রেফতারকালে অপর এক গরুচোর বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার আশরাফ আলীর পুত্র মো. ইমরান (২৫) সুকৌশলে পালিয়ে যায়।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান-‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ এক গরুচোরকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় একটি গরু উদ্ধার পূর্বক চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।এ বিষয়ে বাঁশখালী থানায় আসামীদের বিরোদ্ধে (৩৮০/৪১১ ধারায়) নিয়মিত মামলা রজু করা হয়।