মাগুরার শ্রীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতালেন দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী নোবেল ও তামান্না প্রমি।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ শনিবার রাতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও মাগুরা লেডিস ক্লাবের সভাপতি ড.অধ্যাপক নাসরিন আক্তার।
সহকারী অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, মহিলা ভাইসচেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা , মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রিজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদসহ শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিভিন্ন এলাকা থেকে শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আসা দর্শক শ্রোতাগণ গভীর রাত জেগে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।